Breaking News

১৮ বছর পূর্ন হলো ইউভানের দাদার, জন্মদিনে নিজের বড় সন্তানকে আদরে ভরিয়ে দিলেন মা শুভশ্রী

সম্প্রতি মালদ্বীপ ভ্রমণে গেছিলেন রাজ-শুভশ্রী আর তাঁদের একমাত্র সন্তান ইউভান। সদ্য বাড়ি ফিরেছেন তাঁরা। আপাতত পুজোর আনন্দে মেতেছেন অভিনেত্রী। এরই মধ্যে গতকাল মহাপঞ্চমীর দিনে ১৮-য় পা দিল শুভশ্রীর ‘প্রথম সন্তান’। ইউভানের দাদাকে তাই আদুরে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন রাজ ঘরনি।

টলিউড ইন্ডাস্ট্রি অন্যতম জনপ্রিয় প্রথম সারির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) নিজস্ব মহিমায় সংসার এবং ক্যারিয়ারকে সমানতালে ব্যালেন্স করে এগিয়ে চলেছেন। একদিকে যেমন নিজের কাজ নিয়ে কোনোরকম আপস করতে নারাজ অভিনেত্রী অন্যদিকে তেমনি নিজের পরিবার স্বামী সন্তান সব কিছুকে এক তালে সামলাতে জানেন নায়িকা।

হ্যাঁ, এদিন শুভশ্রীর ‘প্রথম সন্তান’ই সাবালক হলেন। সে আসলে অভিনেত্রীর একমাত্র দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের পুত্র অনীশ। রবিবার ১৮-য় পা দিল সে। ছোট থেকেই মাসির আদরে বড় হয়ে ওঠা অনীশকে এবার শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অভিনেত্রী। অনীশকে ছোট থেকে একেবারে নিজের সন্তানের মতোই আগলে বড় করেছেন শুভশ্রী।

কিছুদিন আগে কাজের ফাঁকে স্বামীর পুত্র নিয়ে ঘুরে এসেছেন মালদ্বীপ থেকে। তবে দুর্গা পুজোটা স্বভূমিতে কাটাতে ফিরে এসেছেন কলকাতায়। সেইঅর্থে দেখতে গেলে ছেলে ইউভানকে নিয়ে এটাই প্রথম পূজা অভিনেত্রীর। আর সেই কারণে স্বাভাবিকভাবেই এই পুজোটা একটু স্পেশাল শুভশ্রীর জন্য।

শুভশ্রীর এই বছরের পুজোর আরো বেশি স্পেশাল হওয়ার কারণ শুভশ্রীর প্রথম সন্তান পঞ্চমীর দিন সাবালক হলো। এখানে শুভশ্রী প্রথম সন্তান বলতে অভিনেত্রী একমাত্র দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের পুত্র অনীশের কথা বলা হয়েছে। রবিবার 18 তে পা দিয়েছে শুভশ্রীর দিদির ছেলে অনীশ।

ছোটবেলা থেকেই মাসির কাছে খুব আদরের সে। শুভশ্রীও দিদির ছেলেকে নিজের সন্তান স্নেহে ভালোবাসে। সন্তানের মতন করে আগলে বড় করেছে অনীশকে। অনীশের জন্মদিনে তার উদ্দেশ্য শুভশ্রী লেখেন, ‘শুভ জন্মদিন আমার ছেলে, অনীশ তোকে অনেক ভালোবাসি… ১৮তম জন্মদিনটা দুর্দান্ত কাটুক’।

Check Also

স্ত্রীকে বেশি ঘুমাতে দিন, তাতে আপনারই মঙ্গল! কেন জেনে নিন

সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না ঘরে ঢুকে পড়েন আপনার স্ত্রী! বেড টি নিয়ে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *