Breaking News

‘কয়েকদিনের মধ্যেই সবাই সব কিছু জানতে পারবে, নুসরতের মা হওয়া নিয়ে মুখ খুললেন যশ

বিগত কয়েক মাস ধরে তাঁকে নিয়ে তোলপাড় টলিপাড়া থেকে নেটদুনিয়া। কথা হচ্ছে অভিনেতা যশ দাশগুপ্তকে (Yash Dasgupta) নিয়ে। সাংসদ- অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে সম্পর্ক, সহবাস, বিজেপি -তে যোগদান, নির্বাচনে পরাজয় এবং এরপর নুসরতের সন্তানের জন্মের পর তাঁর ছায়াসঙ্গী হয়ে থাকা, সব কিছুই রয়েছে আলোচনায়।

ফের চর্চা শুরু যশকে নিয়ে। এবারে তিনি কাঠগড়ায় তাঁর প্রাক্তন স্ত্রী শ্বেতা সিং কালহানসকে (Shweta Singh Kalhans) নিয়ে। জন্মের আগে থেকেই তাকে নিয়ে চর্চার শেষ নেই। এখনো পর্যন্ত মুখও দেখা যায়নি তার, এদিকে সোশ‍্যাল মিডিয়ায় বিদ‍্যমান একাধিক ফ‍্যানপেজ। হ‍্যাঁ, টলিউডের নতুন তারকা সন্তান ঈশানের (yishaan) কথাই বলা হচ্ছে।

আপাতত নুসরত জাহানের (nusrat jahan) পুত্র হিসেবেই তার পরিচয়। ছেলের বাবার পরিচয় এখনো প্রকাশ‍্যে আনেননি সাংসদ অভিনেত্রী। তবে তাঁর ছোট্ট উত্তর, যশ দাশগুপ্তের (yash dasgupta) সঙ্গে অভিভাবকত্ব খুব ভাল ভাবেই কাটছে তাঁর। মাত্র ১৩ দিন আগে সন্তানের জন্ম দিয়েছেন নুসরত জাহান। বুধবার প্রথমবার প্রকাশ্যে এলেন নতুন মা।

ধূসর রঙা ওয়ান শোল্ডার অ্যাসেমিট্রিক্যাল গাউনে ভবানীপুরের এক স্যালোঁ-র উদ্বোধনে বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন নুসরত। এদিন নুসরতের উপস্থিতি ঘিরে সেখানে ছিল উপচে পড়া ভিড়। চমকে দিল নতুন মায়ের চাবুক ফিগার। এতটুকুও বেবি ফ্যাট জন্মায়নি নুসরতের শরীরে, তা এদিন স্পষ্ট বোঝা গেল। যশই কি ঈশানের বাবা? সন্তানের পিতৃপরিচয় জানিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন নুসরত

সন্তানের বাবাই জানেন বাবা কে? আপাতত যশ আর আমি দারুন অভিভাবকত্বকে উপভোগ করছি। দু’জনে খুবই ভাল সময় কাটাচ্ছি।’ জানালেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। সন্তানের বাবাই জানেন বাবা কে? আপাতত যশ (Yash Dasgupta) আর আমি (Nusrat Jahan) দারুন অভিভাবকত্বকে (Parenthood) উপভোগ করছি।

দু’জনে খুবই ভাল সময় কাটাচ্ছি। মাতৃত্ব (Motherhood) উপভোগ করছি পুরোদমে।’ মা (New Mom Nusrat Jahan) হওয়ার ১৩ দিনের মাথায় প্রথম জনসমক্ষে এসে প্রথমবার তাঁর সন্তানের বাবার পরিচয় প্রসঙ্গে কথা বললেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। আজ সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের জবাবে বাবার নাম সরাসরি না বললেও,

প্রকারান্তরে যশের সঙ্গে ভাল সময় কাটানোর কথা বলে সেই ইঙ্গিতই সম্ভবত দিয়ে দিলেন নুসরত (Nusrat Jahan)। তবে যশকে সরাসরি ঈশানের অভিভাবক হিসেবে জানিয়েছেন নুসরত। প্রথম সন্তান (Yishaan) ভুমিষ্ঠ হওয়ার পরে বুধবার সন্ধ্যায় শহরের একটি ইভেন্টে যোগ দেন অভিনেত্রী। সেখানেই উদ্বোধন পর্ব (Inauguration Ceremony) সেরে সাংবাদিকদের মুখোমুখি হন।

মাতৃত্ব (Motherhood) উপভোগ-সহ সন্তানের বাবার পরিচয়, সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দেন একেবারে হাসিমুখে। নুসরত বলেন, ‘মাতৃত্ব খুবই উপভোগ করছি। আমি এবং ঈশান দু’জনেই শারীরিকভাবে সুস্থ। তবে এখন জীবনের ইতিহাস, ভূগোল সবটাই বদলে গিয়েছে। সবটাই এখন ওকে ঘিরে।’ এরপর সন্তানকে প্রকাশ্যে আনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে অকপটে নুসরতের জবাব, ‘ঈশানের বাবা চাইলে তবেই তাকে দেখতে পাওয়া যাবে।

আপাতত ছেলেকে সবথেকে ভাল সামলাচ্ছে তার বাবা।’ নুসরত সন্তানের পিতৃপরিচয় নিয়ে কৌতুহলের প্রসঙ্গে বলেন, এটা খুব অদ্ভুত প্রশ্ন। এই প্রস্ন অরে একজন মহিলার চরিত্রে কালো দাগ লাগানোর চেষ্টা করা হয়। যিনি বাবা তিনি নিজেই জানেন। নিখিলের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার কয়েক মাস আগে থেকেই অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে নাম জড়িয়ে পড়ে নুসরতের।

গুঞ্জন শুরু হয়, যশের সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা হন নুসরত (Nusrat Jahan)। এদিকে নিখিল নিজেই জানান, নুসরতের গর্ভের সন্তান তাঁর নয়। নিন্দুকরা অবশ্য মনে করেন নুসরতের সন্তানের বাবা যশ দাশগুপ্ত। এই নিয়ে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। তবে প্রেম, সন্তান নিয়ে একটিবারও মুখ খোলেননি নুসরত জাহান। নুসরত প্রসঙ্গে কিছুই বলতে চাননি যশ দাশগুপ্তও। তবে নুসরত-যশের সম্পর্ক যে শুধুই বন্ধুত্বের নয়, তাঁর ইঙ্গিত নিজেরাই বার বার সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন ‘যশরত’।

Check Also

আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

আজকাল আজব কত কিছুই ঘটছে এই দুনিয়ায়। সেরকমই একটা ঘটনা যা ভারতের মত জায়গায় শুনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *