বর্তমানে অভিনেত্রী ছেলে অভিমুন্য (Abhimanyu Chatterjee) হাত ধরে ঘুরতে গিয়েছেন মালদ্বীপে। সেখান থেকেই দেখা যাচ্ছে অভিনেত্রীকে নানা রকম ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতে। কখনো দেখা যাচ্ছে নীল জলরাশির পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি আবার কখনো দেখা যাচ্ছে হাতে পানীয়র গ্লাস ধরে আনমনে শুধু রয়েছে রয়েছেন তিনি।
আর সেই ছবি সোশ্যাল মিডিয়া ভক্তদের উপহার দেবেন না নায়িকা, তাও কী হয় ? মালদ্বীপে পৌঁছেই শ্রাবন্তী পোস্ট করলেন একটি সুপার হট ছবি । নায়িকার ব্যাকগ্রাউন্ডে কাচের মতো স্বচ্ছ নীল জলরাশি । ধবধবে সাদা ঢোলা শার্টে ক্যাজুয়াল লুকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় । উন্মুক্ত উরু। হাতে পানীয়র গ্লাস ।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাহসী পোশাকে এই ছবিই পোস্ট করেন অভিনেত্রী । আর খুব স্বাভাবিকভাবেই সেই ছবি ঝড় তুলেছে নেট দুনিয়ায় । শ্রাবন্তীর এই ছবিতে নেটিজেনদের কমেন্ট,‘দিদি, জামাটা কিন্তু অনেকটা কাটা’, কেউ লিখেছেন, ‘তোমার প্যান্ট কই?’ বিক্রির ওপর এই শার্ট পরেছেন নায়িকা।
এমনকি বিকিনিতে ও ছবি পোস্ট করতে দেখা গেছে শ্রাবন্তী চ্যাটার্জীকে। কিন্তু মুখের ক্লোজআপ নায়িকার বোল্ড অবতার কে চাপা দিয়ে দিয়েছে। বিকিনি লুকের সম্পূর্ণ ছবি পোস্ট না করাই অল্পতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে শ্রাবন্তী ভক্তদের। ছবির উপরে ক্যাপশন লিখেছেন, “ট্যান অফ এ চেঞ্জ।”
অন্যদিকে শ্রাবন্তী হট অবতার দেখে অনেকেই কটুক্তি করেছেন। তাদের সকলের বক্তব্য মালদ্বীপে ঘুরতে গিয়ে সবাই স্নান করার পোশাক পরবেন এটাই স্বাভাবিক মালদ্বীপে গিয়ে তো কেউ নিশ্চয়ই আর ঘাগড়া পড়ে ঘুরে বেড়াবেন না। গত মাসেই ছেলে ঝিনুক আর তাঁর গার্লফ্রেন্ড দামিনীকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন শ্রাবন্তী।
পাহাড়ের পর এ বারে সোজা সমুদ্রে পাড়ি দিয়েছেন নায়িকা। অভিমন্যু এবং দামিনীর ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এসেছে মলদ্বীপের ঝলক। বিমানের জানলা দিয়েই মলদ্বীপের সৌন্দর্যের পাশাপাশি ফ্রেমবন্দি হয়েছে রিসর্টের অন্দরের ঝলক।