নিজস্ব প্রতিবেদন: বন্যা ও বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশাপাশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় জীব বৈচিত্র। মানুষ যত কষ্ট করে তার থেকে বেশি কষ্ট করে থাকে সেই প্রাণীকুল। তাদের জন্য থাকেনা কোন আশ্রয় কেন্দ্র। তারা প্রকৃতির বুকে থেকে যায় অবহেলায়। প্রাকৃতিক দুর্যোগ কালে তাদের পাশে এসে দাঁড়ায় না,তাদেরকে কেউ সাহায্য করে না। তারা দুর্যোগের সময় বাইরে বসে দুর্যোগ মোকাবেলা করে। প্রাণীকুল নিজেরা নিজেরা মিলে তাদের দুর্যোগকালীন অবস্থার সামাল দেয়। এমন সব কথাকে মিথ্যা প্রমাণ করে দিল দুটি যুবক। তারা বন্যার সময় ক্ষুধার্ত বানরের কলা খাইয়ে যাচ্ছে।
সেই দুই যুবকের বানরদের কলা খাওয়ানোর দৃশ্যটি ইন্টারনেটে তুমুলভাবে ভাইরাস হয়েছে। নেটিজেনরা করছে সে দুই যুবকের প্রশংসা। আজকাল এমন দুই যুবকের ভিডিও হচ্ছে ভাইরাল ।সকলে তাদের করছে প্রশংসা। তাদের প্রাণী প্রতি এত ভালোবাসা দেখে সকলে তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। যুবক দুটি প্রাণীকুলের জন্য এতটা করবে তা সকলের ছিল অজানা। তারা বন্যার সময় প্রাণীকুলের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখেছে।
প্রাণী যাতে করে কোন ধরনের ক্ষুধার কষ্ট সহ্য না করে সেদিকে খেয়াল রেখে সে দুই যুবক গাড়ি ভর্তি করে বানরদের জন্য কলা এবং তাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এসেছে। তাদের এরকম কার্যক্রম দেখে অনেকেই তাদের প্রশংসা করছে এবং অনেকে এসব দেখে নিজেদেরকে উৎসাহিত করছে। যাতে করে তারা উৎসাহিত হয়ে যে কোন প্রাণীর বিপদে নিজেদের তাদের পাশে দাঁড় করাতে পারে।অনেক বানর তাদের গাড়ির সামনে ভিড় জমাচ্ছে ।তারা প্রত্যেকটি বানর কে ক্ষুধামুক্ত করছে ।
তারা বানরদেরকে খাবার দিয়ে মনুষ্যত্বের প্রকাশ ঘটেছে। মানুষের ধর্ম হচ্ছে অন্য প্রাণীদের বিপদে সাহায্য করা। তারা বানরদেরকে এভাবে খাইয়ে মনুষ্যত্বের একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা বন্যার সময় এই অবুঝ অবলা প্রাণী দের খাবার দেওয়ার মত মহৎ কাজে অংশগ্রহণ করেছে। এই কাজ করার জন্য তাদের নানা রকমের আয়োজনের সৃষ্টি করেছে।এই অবলা প্রাণী যেনো খাদ্যের কোন রকমের কষ্ট না করে ।এই দুঃসময়ে সেজন্য তারা কঠোর নজরদারি করেছে প্রাণীকুলের ভালো খাবারের জন্য।
বানরগুলোকে খাবারের দায়িত্ব নিয়েছে সে যে যুবক দুটি। তারা অনেকগুলো বানরদেরকে খাওয়ানোর জন্য গাড়ি ভর্তি করে অনেক অনেক কলা নিয়ে এসেছে।যাতে করে সেই বানরগুলো পেট ভর্তি করে খেতে পারে। বানরগুলোকে একে একে করে চারটি করে কলা দিয়ে দেওয়া হচ্ছে। বানর গুলো তাদের পুরো দলবল নিয়ে এসে হাজির হয়েছে,পেট ভরে খাওয়ার জন্য।
বিস্তারিত ভিডিওতে দেখুনঃ