চলতি সপ্তাহে জি বাংলার পর্দায় আসছে ডান্স বাংলা ডান্স। করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে গত মাসেই পথ চলা শেষ করেছে রাণীমা দিতিপ্রিয়ার। এবার তার সেই রাণীমার লুক থেকে বেরিয়ে আসার পালা। ছোটপর্দায় অভিনেত্রীকে আর দেখা না গেলেও টেলিভিশনের সাথে যুক্ত থাকছেন এই অভিনেত্রী।
ডান্স বাংলা ডান্সের টিজারের এক ঝলকে দেখা গেলো তাকে। এবারে অভিনয় নয় রানীমার নাচ দেখে বোল্ড আউট সকলেই। বেশ কিছুদিন ধরে টেলিভিশনের পর্দায় দেখা পাওয়া যাচ্ছে না সবার প্রিয় রানীমা দিতিপ্রিয়াকে। ধারাবাহিকে তাঁর চরিত্র শেষ হয়েছে। এবারে অন্য রূপে দর্শকদের সামনে নিজেকে মেলে ধরতে চাইছেন অভিনেত্রী।
রানীমার ইমেজ ভেঙে ওটিটি প্ল্যাটফর্মে দেবিউ করতে চলেছেন অভিনেত্রী। তবে এবারে ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চ কাঁপাতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। “ছাইয়া ছাইয়া” গানে অসাধারণ নেচেছেন রানীমা। সেখানে দিতিপ্রিয়ার পরনে রয়েছে কালো ও কমলা রঙের ঘাগড়া। শরীরে ভর্তি জাঙ্ক জুয়েলারিতে সেজে উঠেছেন দিতিপ্রিয়া।
অভিনয়ের পাশাপাশি দিতিপ্রিয়া যে খুব ভালো নৃত্যশিল্পী এই বিষয়ে তেমনভাবে জানতেন না তার অনুরাগীরা। ডান্স বাংলা ডান্সের হাত ধরে এক নতুন দিতিপ্রিয়াকে দেখার সুযোগ হল তার অনুরাগীদের। মাত্র কয়েক সেকেন্ডের টিজারে তিনি মন কেড়ে নিয়েছেন দর্শকের। বলিউডের ইতিহাসের সুপার হিট গান ‘ছাঁইয়া ছাঁইয়া’।
‘দিল সে’ ছবির এই গানে চলন্ত ট্রেনের উপরে শাহরুখ খানের সঙ্গে নেচে আলোড়ন তুলেছিলেন মালাইকা আরোরা। এই গান যখন তৈরি হয় দিতিপ্রিয়ার তখন জন্মও হয়নি! ডান্স বাংলা ডান্সের বিচারকরাও এদিন মুগ্ধ দিতিপ্রিয়ার নাচে। গোবিন্দা তো বলেই ফেললেন, ‘আপনাকে দেখে ডান্সার মনে হয় না শুধু, মন হয় আপনি একজন স্টার’।
এদিন ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে দিতিপ্রিয়ার সঙ্গে স্টেপ ম্যাচ করতে দেখা যাবে আবির-বিক্রমদেরও। ব্যাপার হল, ‘ডান্স বাংলা ডান্স’-এ থাকছে রিউনিয়ন পর্ব।সেখানে থাকছে ছোট পর্দার একঝাঁক তারকা। তাতে নাম রয়েছে দিতিপ্রিয়ার। লাল টপ, নীল স্কার্টে দিতিপ্রিয়া এক্কেবারে কুল। কে বলবে এই মেয়েই অভিনয় করে রাসমণি চরিত্রে।
আর মাত্র কিছুক্ষনের অপেক্ষা, তারপরেই শুরু হবে জি বাংলার পর্দায় জমজমাট নাচের অনুষ্ঠান। এই মঞ্চে পাশাপাশি দেখা যাবে রোহন ভট্টাচার্য, স্বস্তিকা দত্ত, নীল ভট্টাচার্য, শ্বেতা, রুবেলদের ধামাকাদার পারফরম্যান্স। তবে দিতিপ্রিয়া একা নয় তার সাথে স্টেপ মেলাতে দেখা যাবে শোয়ের সঞ্চালক আবির ও বিক্রমকেও।
.এছাড়াও ঐদিন পারফর্ম করবেন জি বাংলার এক ঝাঁক তারকা। রোহান ভট্টাচার্য – ‘অপরাজিতা অপু’ র দ্বীপ, নীল ভট্টাচার্য – ‘কৃষ্ণকলি’ র নিখিল, স্বস্তিকা – ‘কি করে বলবো তোমায়’ এর রাধিকা, ধ্রুব সরকার – ‘মিঠাই’ ধারাবাহিকের সোম – কে দেখা যাবে। এই ফিচারটি সম্প্রচারিত হতে চলেছে জি বাংলার ডান্স বাংলা ডান্সের ২৮ ও ২৯ শে আগস্টের বিশেষ পর্বে।