নিজস্ব প্রতিবেদন: আপনি যদি রিসেন্টলি দার্জিলিং ভ্রমণের চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে। প্রথম প্রথম সেখানে গেলে আপনি কনফিউশন হয়ে যেতে পারেন ঠিক কোন কোন জায়গা আপনার ঘোড়া উচিত। এই ভিডিওটিতে একটি সহজ ও সঠিক গাইড লাইন দেয়া আছে । যেটি ফলো করে আপনি চাইলে অনেক জায়গায় ঘুরে আসতে পারেন খুবই সহজে ও স্বল্প সময়ে স্বল্প খরচে মধ্যে।
এই আলো এই মেঘ এই বৃষ্টি হওয়ার কনকনে ঠান্ডায় এখনো আগের মতই মায়াবী শৈলশহর দার্জিলিং তাঁর রূপে মোহিত পাখি সমুদ্রতল থেকে 6 হাজার 717 আপামর বাঙালির নস্টালজিয়া দার্জিলিং শহর টি ব্রিটিশরা নির্মাণ করেছে এবং অতি শীঘ্রই এটি দেশের সর্বোৎকৃষ্ট চা উৎপাদনের জন্য বিখ্যাত হয়ে যায়। কিন্তু বাস্তবে এটি হাজার ঝামেলা টেনশন থেকে পালানোর জায়গা জীবনের থেকে নিজের মতো করে বাঁচার জায়গা।
দার্জিলিং 2042 মিটারের গড় উচ্চতায় অবস্থিত। শিলিগুড়ি এবং দার্জিলিং এর মধ্যে দূরত্ব প্রায় 61 কিলোমিটার। গাড়ি, জীপ বা বাসে করে কেউ সেখানে যেতে পারেন। এনজেপি বা শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছাতে 2:30 ঘন্টা সময় লাগবে। যাইহোক, দার্জিলিংয়ে প্রচুর জনপ্রিয় পর্যটন স্থান রয়েছে তবে এই ভিডিওত শীর্ষস্থানীয় 10 টি পর্যটন স্থান নিয়ে আলোচনা করা হয়েছে যা আপনার মিস করার মতো সামর্থ্য নেই।
দার্জিলিংয়ের শীর্ষ দশটি পর্যটন স্থান হল: জাপানি মন্দির শান্তি প্যাগোডা, ডালি মঠ, বার ভোটে রক গার্ডেন, হ্যাপি ভ্যালি টি এস্টেট, দার্জিলিং মল এবং মহাকাল ধাম মন্দির, দার্জিলিং রোপওয়ে,বাতাসিয়া লুপ,টাইগার হিল, দার্জিলিং চিড়িয়াখানা এবং দার্জিলিং এইচএমআই,দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা দুর্দান্ত খেলনা ট্রেন।
এগুলি ছাড়াও এই ভিডিওটিতে দার্জিলিংয়ে ভ্রমণ করার বিভিন্ন পয়েন্ট এবং তাদের ভাড়া এবং দেখার সময় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ভিডিওতে আপনি দার্জিলিংয়ের শীর্ষস্থানীয় 10 টি স্থান, দার্জিলিং পর্যটন স্থানগুলো কিভাবে যেতে হবে, দার্জিলিংয়ের কী দেখতে পাবেন, দার্জিলিং কোথায় দেখতে পাবেন, যা দার্জিলিংয়ের সেরা স্থানগুলি ইত্যাদি নিয়ে খুব ভালোভাবে গুছিয়ে আলোচনা করা হয়েছে।
দার্জিলিং পশ্চিমবঙ্গের জনপ্রিয়তম পর্যটন স্থল। এতো সুন্দর পাহাড়ি জায়গা পশ্চিমবঙ্গে আর নেই। তাই দার্জিলিংকে পাহাড়ের রানী বলা হয়ে থাকে। দার্জিলিংয়ের এই সুন্দর মনোমুগ্ধকর জায়গা দেখতে কে মিস করতে চায়। কিন্তু সঠিক গাইডলাইন না পেলে হয়তো আপনি এই সবগুলো জায়গা ভালোভাবে দেখে আসতে পারবেন না। সঠিক গাইডলাইন পেতে এবং সবকিছু সম্পর্কে একটি অনুমান করতে দার্জিলিং যাওয়ার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখতে ভুলবেন না। নিচের ভিডিওটি লিংক দেয়া আছে আশা করি এটি আপনার খুব উপকার করবে।
বিস্তারিত ভিডিওতে দেখুনঃ