Breaking News

সমস্ত লুকোচুরি অবশান ঘটিয়ে সবার সামনে চলে আসলো নুসরতের গর্ভের সন্তান। স্বীকারও করে নিলেন যশ! বৃষ্টিভেজা কলকাতার পার্ক স্ট্রিটের রাস্তায় দেখা দিল দুজুন!

নিজস্ব প্রতিবেদন: সন্তান গর্ভে আসার পর থেকেই অভিনেত্রী নুসরত জাহান সমালোচনার শীর্ষে রয়েছেন। প্রতিদিনই তাকে ঘিরে তৈরি হচ্ছে নতুন খবর। সোশ্যাল মিডিয়াতে তার প্রায় সব পোস্ট ই রীতিমতো ভাইরাল। নিখিল জৈন ও নুসরাত জাহান এর আলাদা হওয়ার পর থেকেই টলিপাড়ায় তাদের দুজনকে নিয়ে জোরদার গসিপ তৈরি হয়।

এরপর ভস্বে ঘি ঢালার মতো কাজ করেছে নুসরাত জাহান এর গর্ভবতী হওয়ার খবর। সারা সোশ্যাল মিডিয়াতে তখন এই একটাই খবর। ইতিমধ্যেই যশ এবং নুসরাতের বন্ধুত্ব বেশ ঘনিষ্ঠ হয়েছেন, তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা বেশ স্পষ্ট এবং নুসরাতের গর্ভকালীন অবস্থায় যশ তার সঙ্গে রয়েছে তাও বিভিন্ন ছবির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।

তবে কি এই সন্তানের পিতা যশ দাশগুপ্ত? নিখিল তার এবং নুসরাতের বিচ্ছেদের পরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওই সন্তানের বাবা তিনি নন তাই প্রশ্ন থেকেই যাচ্ছে। এই প্রশ্ন নিয়ে অভিনেত্রী নুসরাত জাহান এখনো পর্যন্ত মুখ খোলেননি মিডিয়ার সামনে।

ধীরে ধীরে একসঙ্গে প্রকাশ্যে আসছেন অভিনেতা যশ দাশগুপ্ত এবং সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। বুধবার সকালে জলমগ্ন কলকাতার রাস্তায় দেখা গেল দু’জনকে হাতে হাত ধরে। পার্ক স্ট্রিটের কোনও এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন তাঁরা। সংবাদ মাধ্যমের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, যশ ও নুসরত রেস্তঁরায় বসে রয়েছেন।

তার পর দেখা যাচ্ছে, যশ আগে আগে হেঁটে যাচ্ছেন, রাস্তার অবস্থা বুঝে নুসরতের হাত ধরে তাঁকে নিয়ে আসছেন। এরপর বিশেষ বন্ধু যশ দাশগুপ্তের হাত ধরে অন্তঃসত্ত্বা নুসরতকে চোখে চশমা পরে, চুল আলতো করে বেঁধে অতি সাবধানে পার্ক স্ট্রিটের রাস্তা পার হতেও দেখা গিয়েছে। প্রকাশিত হওয়া ছবি এবং ভিডিও থেকে নুসরতের বেবি বাম্প স্পষ্ট। তাদের পিছনে ছাতা মাথায় তাদের সহকারিকেও দেখতে পাওয়া গিয়েছে আজ।

Check Also

আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

আজকাল আজব কত কিছুই ঘটছে এই দুনিয়ায়। সেরকমই একটা ঘটনা যা ভারতের মত জায়গায় শুনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *