নিজস্ব প্রতিবেদন: নির্জনে এমন অনেক অনেক ভিডিও ভাইরাল হয় যা রীতিমতো হাসির বন্যা বইয়ে দেয় নেটদুনিয়ায়। যে ভিডিওগুলো দেখে সকলেই হেসে ফেটে পড়ে। ভিডিওগুলো এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে সকলের কাছে সে ভিডিওটি ভালো লাগা শুরু করে। এমন এমন কার্যকলাপ ভিডিও টাকে আছে যা সকল নেটিজেনদের হাসাতে বাধ্য করবে। সকলি এই ভিডিওগুলো দেখে করছে আলোচনা কেউ হাসতে দেখে ভিডিও গুলো ভিডিও গুলো এতটাই চমৎকার যে সকলেই দেখছে সে ভিডিও গুলো আগ্রহের সাথে এমন
কিছু ভিডিও আছে যা রীতিমতো সকলকে হাসাতে বাধ্য করে তাদের এই হাসানোর কারণে বোকা বনে যেতে হয় কিছু অবলা প্রাণীদের। তারা অবলা বলে কিছু মানুষ তাদের সাথে মজা করে কিছু মজা করার টেকনিক খাটিয়ে সে গুলোকে ভিডিও করে ইন্টারনেটে দিয়ে দেওয়ার সাথে সাথে তা নেটদুনিয়ায় তুমুলভাবে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। এমনই একটি ঘটনা হচ্ছে, একটি চিতা বাঘের সাথে একটি জঙ্গলে বসবাস করত। সে চিতাবাঘের সাথে মজা নেওয়ার জন্য ফাঁদ পাতে একটি যুবক ।
যুবকটি সেই চিতাবাঘের সাথে মজা নেওয়ার জন্য তারই একটি প্রতিচ্ছবি রেখে আসা হয় যেখানে সে সব সময় চলাচল করে। তার প্রতি ছবিটি দেখার সাথে সাথে সেখানে তিনি কয়েকটি ক্যামেরা সেটাপ করে রেখে দিয়ে আসে। যাতে করে সে সেই চিতাবাঘের প্রতিক্রিয়াটি ভিডিও তে রেকর্ড করতে পারে । যে কথা সেই কাজ যুবকটি চিতাবাঘের ঘাবরে দেওয়ার জন্য একটি দুষ্টু ফন্দি আটে। সে সেই চিতাবাঘের নিয়মিত চলাচলের স্থানে চিতাবাঘের একটি প্রতিচ্ছবি নিয়ে আসে। যাতে করে চিতাবাঘ টি ভয়ে আঁতকে উঠে এবং প্রতিচ্ছবি চিতাবাঘ টির সাথে ঝগড়ায় লিপ্ত হয়।
যুবকটি যা ভেবেছিল তাই করে বসে সেই চিতাবাঘটি। চিতাবাঘ টি তার সব সময় চলার পথে দেখতে পায় তার আয়নার একটি প্রতিবিম্বকে । সে তার প্রতিবিম্বের দেখে ভেবে উঠে তার এলাকায় অন্য চিতাবাঘ এসে পড়েছে। কিন্তু সে বুঝতে পারেনি সেটি তার আয়নার দেখা প্রতিবিম্ব। সে রীতিমত তার আয়নায় দেখতে পায় তার প্রতিবিম্বের ।সে তার প্রতিবিম্বের সাথে ঝগড়া মারামারি করতে লাগলো ।একসময় সে তার আয়নায় থাকা প্রতিবিম্ব টিকে আক্রমণ করে বসে । সে যেন মানতে নারাজ তার এলাকায় অন্য একটি চিতাবাঘ কে।
সেই প্রতিবিম্ব কে তার শত্রু হিসেবে মেনে নিয়েছে সে ।সে পাল্টাপাল্টি তার প্রতিবিম্ব প্রতি আঘাত আক্রমণ করেই যাচ্ছে ।আয়নায় কাছে থাকায় সে যেরূপ আচরণ করছে তার প্রতিবিম্ব টি ও সে রূপ আচরণ করছে ।তাদের যুদ্ধ যেন থামছেই না । এরকম একটি ভিডিও ধারন করে সেই বালকটি যথারীতি নেট দুনিয়ায় ছেড়ে দিলে ।তা মুহূর্তের মধ্যে হয়ে যায় ভাইরাল। সকলেই সেই বালকের বুদ্ধির প্রশংসা করছে। আবার চিতাবাঘের কান্ড-কারখানা দেখে হেসে ফেটে পড়ছে।