দিল্লির বুকে আজ, 25 শে অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল 67 তম জাতীয় পুরস্কার অনুষ্ঠান। এই অনুষ্ঠান আরও একবার উস্কে দিল সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)-এর স্মৃতি। সুশান্ত অভিনীত ফিল্ম ‘ছিঁছোরে’ এদিন পেল সেরা হিন্দি ফিল্মের পুরস্কার। সাজিদ নাদিয়াদওয়ালা (Sajid Nadiadwala) প্রযোজিত ফিল্ম ‘ছিঁছোরে’-র পরিচালক ছিলেন নীতেশ তেওয়ারি (Nitesh Tewari)।
সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) নামটি শুনলেই আজও মন খারাপ হয় সকল ভক্তদের। রক্ত মাংসের মানুষ হিসেবে তিনি বেঁচে নেই ঠিকই। তবে সোশ্যাল মিডিয়ায় (Social Media) দৌলতে সে মাঝে মধ্যেই ফিরে আসে ভক্তদের মাঝে। আর এবার তাঁরই অভিনীত ‘ছিঁছোরে’ সিনেমা পেল সেরা হিন্দি ফিল্মের পুরস্কার। এই সিনেমা পরিচালনার দায়িত্বে ছিলেন নীতেশ তেওয়ারী (Nitesh Tewari) ও প্রযোজনার দায়িত্বে ছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা (Sajid Nadiadwala)।
এদিন ২৫ অক্টোবর দিল্লির বিজ্ঞানভবনে ফিল্ম ন্যাশনাল আয়ার্ডের ৬৭ তম বর্ষে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। এদিন অনুষ্ঠানের মঞ্চে হাজির হয়েছিলেন প্রযোজক ও পরিচালক উভয়েই উপস্থিত হয়েছেন। প্রযোজক বক্তব্য রাখতে গিয়ে নীতিশকে (Nitesh Tewari) ধন্যবাদ জানানোর পাশাপাশি সুশান্তের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এমনকি এই পুরস্কার তাঁকেই উৎসর্গ করেছেন। শ্বেতা লেখেন, ‘ভাই এই গর্বের মুহূর্তটা আমাদের সকলের সাথেই ভাগ করে নিচ্ছে। ওর আত্মা আমাদের সাথে উপস্থিত আছে জাতীয় পুরস্কারের মঞ্চে। এটা দেখে আমার বুক গর্বে ফুলে উঠল যে এই পুরস্কার উৎসর্গ করা হল আমার ভাইকে। ধন্যবাদ আর শুভেচ্ছা ছিছোড়ে-র গোটা টিমকে।’
টিম ‘ছিছোড়ে’র পক্ষ থেকে এদিন পুরস্কার নিতে উপস্থিত ছিলেন ‘ছিছোড়ে’ প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক নিতেশ তিওয়ারি। আর সেই সময় তাঁরা দু’জনেই স্মরণ করেন সুশান্তকে। বলতে শোনা যায়, ‘এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সুশান্ত। ওর জন্য আমরা সবাই গর্বিত। এই পুরস্কার তাই ওকেই উৎসর্গ করছি।’