অভিনেতা ও প্রযোজক জিতের দৌলতে এবার বাঙালি দর্শক দেখতে চলেছেন এক অন্যরকম বাবা ও মেয়ের গল্প, সবচেয়ে বড় চমক এই বাবা ও মেয়ের চরিত্রে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ‘করুণাময়ী রানী রাসমণি’-তে রানীমার চরিত্রে অভিনয়ের পর থেকে যেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)-এর কেরিয়ারের মোড় ঘুরে গিয়েছে।
একের পর এক ফিল্ম আসছে তাঁর হাতে। এবার প্রসেনজিৎ চ্যাটার্জি (Prasenjit Chatterjee)-র সঙ্গে একই ফিল্মে অভিনয় করতে চলেছেন দিতিপ্রিয়া। ‘আয় খুকু আয়’ ফিল্মে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ। তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া। এই চরিত্রটি নিয়ে প্রসেনজিৎ নিজেও উচ্ছ্বসিত।
তিনি জানিয়েছেন, সৌভিক একজন অত্যন্ত ভালো পরিচালক। তিনি যখন সৌভিকের কাছে এই ফিল্মের চিত্রনাট্য শুনেছিলেন, তাঁর মনে হয়েছিল, বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ধরনের ফিল্ম তৈরি করা উচিত যা এক বাবা-মেয়ের গল্প বলে। জিৎ এই ফিল্মের প্রযোজক হওয়ার ফলে খুশি প্রসেনজিৎ বলেছেন,
যদি জিৎ-এর অনুরাগীদের অর্ধেক অংশ এই ফিল্ম দেখতে আসে, তাহলেও ফিল্মটি সুপারহিট হবে। যেখানে বাবার চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মেয়ের চরিত্রে দিতিপ্রিয়া রায়। তবে এখানেই শেষ নয় কারণ শোনা যাচ্ছে এই ছবিতে দৌত চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এবং কোন একটি বিশেষ ক্যামিও চরিত্রে হয়তো থাকতে পারেন অভিনেতা জিৎ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, এই ধরনের চরিত্র তিনি সত্যিই আগে কখনো করেননি, বিশেষ করে দ্বৈত চরিত্রে অভিনয় করা নিয়ে দারুন এক্সাইটেড প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাই এই ছবি নিয়ে জিৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দিতিপ্রিয়া রায় ছাড়াও অপেক্ষা করছেন দর্শকেরাও। বিশেষ করে বাঘ বন্দী খেলা ছবির পর আবারো একই ছবিতে জিৎ এবং প্রসেনজিৎ।