Breaking News

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ইন্টারভিউ দিতে এসে প্রকাশ্যে মন্তব্য করলেন শ্রাবন্তী টলিউডের সবচেয়ে বড় বোকা অভিনেত্রী, তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: নুসরাত,মিমি, শ্রাবন্তী এবং শুভশ্রী,এই চার অভিনেত্রী একসময় বেশ ঘনিষ্ঠ বন্ধু। তাদের বন্ধুত্ব মন জয় করে নিয়েছিল অনুগামীদেরও। তবে এবার জি বাংলায় শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘অপুর সংসার’ টক শোতে এসে শুভশ্রী মন্তব্য করলেন শ্রাবন্তী একজন ‘ইমোশনাল ফুল’।

পাশাপাশি তিনি আরো জানান নুসরত এবং মিমি তার থেকে অনেকটাই বেশি চালাক চতুর। ঘটনার সূত্রপাত হয় যখন শাশ্বত চট্টোপাধ্যায় শুভশ্রীকে শ্রাবন্তী মিমি এবং নুসরতের নাম দিয়ে বলেন এক, দুই, তিন করে সাজাতে কে সবথেকে বোকা এবং কে সবথেকে চালাক।

সেই প্রসঙ্গেই শুভশ্রী বলে বসেন সবথেকে স্মার্ট মিমি, নুসরতও বেশ চালাক তাই তিনি দ্বিতীয় স্থানে এবং সবথেকে বোকা হিসাবে তিনি শ্রাবন্তী নাম নেন। তবে পরের মুহূর্তেই অবশ্য শুভশ্রী শ্রাবন্তীকে বোকা নয় বরং ইমোশনাল ফুল বলে সম্বোধন করেন।

এই ইন্টারভিউতে শুভশ্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আরো অনেক গোপন কথা ফাঁস করেন। তিনি জানান বিভিন্ন জায়গায় শো করতে গেলে অনেক ক্ষেত্রেই দর্শকরা তাকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভেবে ভুল করেন। আবার একইভাবে দর্শকরা শ্রাবন্তীকে শুভশ্রী বলে ডেকে বসেন।

আগের মতো আর শুভশ্রীর সঙ্গে তার বন্ধুত্ব দেখতে পাওয়া যায় না অপরদিকে শুভশ্রীও পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে থিতু হয়েছেন সংসারে। কোনো রকম সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হতে এখন নারাজ তিনি।

Check Also

আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

আজকাল আজব কত কিছুই ঘটছে এই দুনিয়ায়। সেরকমই একটা ঘটনা যা ভারতের মত জায়গায় শুনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *