নিজস্ব প্রতিবেদন: আমরা প্রায় সব সময় ত্বকের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। ত্বক আমাদের বাহ্যিক সৌন্দর্য প্রকাশ করে থাকে। আর এই বাহ্যিক সৌন্দর্য নষ্ট করতে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা। এ সমস্যাগুলো আমরা দূর করার জন্য বিভিন্ন রকম ট্রিটমেন্ট নিয়ে থাকি। অনেক সময় ট্রিটমেন্টগুলো কার্যকর হলোও বেশিরভাগ সময় এই ট্রিটমেন্ট গুলো ব্যবহার করে কোন প্রকার ফলাফল পাওয়া যায় না। ত্বকের সমস্যা গুলোর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের দাগ। জীবনে চলার পথে আমাদের ত্বকের মধ্যে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে।
আমরা সচরাচর একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকে যে, আমাদের চেহারার সাথে অন্যান্য অঙ্গের রং এর পার্থক্য। সচরাচর প্রত্যেকেরই এ সমস্যাটি হয়ে থাকে। বিশেষ করে আমাদের চেহারা থেকে হাত পায়ের রং অনেকটা কালচে রঙের হয়ে থাকে। যা আমাদের বাহ্যিক সৌন্দর্য নষ্ট করে। এই সমস্যাটা হওয়ার বিশেষ কারণ হচ্ছে আমরা সব সময় চেহারার বিভিন্ন রকম ট্রিটমেন্ট ব্যবহার করলেও হাত পায়ের যত্ন চেহারার মতো করে এত গুরুত্ব দেইনা। যার ফলে তারার সাথে হাত পায়ের রং এর পার্থক্যটা লক্ষ্য করা যায়।
আজকের এই ভিডিওটিতে পায়ের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিভাবে বাড়িতে বসেই পায়ের পেডিকিউর করবেন ঠিক পার্লারের মত করে। এই পদ্ধতিতে পেডিকিউর করলে পায়ের রং পরিষ্কারের সাথে সাথে অনেক গুণে পায়ের সৌন্দর্য বৃদ্ধি করবে। আমাদের অনেক সময় অর্থ এবং সময়ের অভাবে সচরাচর পার্লারে গিয়ে রূপচর্চা করা হয় না। সচরাচর চেহারার রূপচর্চা গুলো শিখলেও হাত-পায়ের চর্চাগুলো ঠিক তেমন শিক্ষা হয়না। তাই আপনারা চাইলে সকল ধরনের রূপচর্চার ট্রিটমেন্ট গুলো সহজেই নেট থেকে সংগ্রহ করতে পারেন। চলুন দেরী না করে আজকের এই পেডিকিউর সম্পর্কে জেনে নেওয়া যাক।
প্রথমে পায়ের নখগুলো কে ভালবাসবে সুন্দর একটি সেপ দিয়ে কেটে নিতে হবে। এবং নখের কোনায় থাকা ময়লা গুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পায়ের মরা চামড়া গুলি পরিষ্কার করার জন্য একটি পানির মিশ্রণ তৈরী করে নিতে হবে। এই মিশ্রণটি দিয়ে পা ধৌত করলে পায়ের মরা চামড়া গুলো আলাদা হয়ে যাবে। প্রথমে একটি বালতিতে পরিমাণ মতো কুসুম গরম পানি খেতে হবে। তারপর এরমধ্যে 2 চা চামচ সেম্পু, সামান্য পরিমাণে লবণ এবং পরিমান মত লবন দিয়ে হাত দিয়ে নেড়ে ভালোকরে মিক্স করে নিতে হবে।
তারপরেই মিশ্রিত পানিতে পাগুলো 15 মিনিটের মত ভিজিয়ে রাখতে হবে। এতে পায়ে থাকা মরা চামড়া গুলো সহজেই নরম হয়ে যাবে এবং পরিষ্কার করতে সহজ হবে। তারপর ব্রাশ দিয়ে ভালো করে পা ঘষে নিতে হবে। এতে মরা চামড়া গুলো পরিষ্কার হয়ে যাবে।তারপর নর্মাল পানি দিয়ে পা গুলো ধুয়ে নিতে হবে। তারপর নখ এগুলোকে ঝকঝকে সাদা করার জন্য দাঁতের ব্যবহারের টুথপেস্ট দিয়ে পরিষ্কার করতে হবে। যেকোনো ধরনের টুথপেস্ট মুখের মধ্যে লাগিয়ে 5 মিনিট অপেক্ষা করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
তারপর পায়ের উপরের অংশের কালচে রং দূর করতে লেবুর মধ্যে চিনি লাগে ভালো করে ঘষে নিতে হবে। লেবু এবং চিনি এই দুই উপাদান পায়ের উপরের অংশকে পরিষ্কার করতে সাহায্য করে। লেবু এবং চিনি দিয়ে ভালো করে ঘষে নেয়ার পর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।সবশেষে পা ভালো করে মুছে এর মধ্যে যেকোনো ধরনের মশ্চারাইজার ক্রিম বা লোশন ব্যবহার করে নিতে হবে। এতে পা দেখতে অনেক সুন্দর লাগবে। এই পদ্ধতিতে আপনারা বাড়িতে বসেই পায়ের পেডিকিউর করে নিতে পারেন। মাসে দু’একবার এই পদ্ধতিতে পেডিকিউর পায়ের সৌন্দর্য সবসময় অটুট থাকবে।
বিস্তারিত ভিডিওতে দেখুনঃ