Breaking News

কৃষ্ণকলি-র গৃহবধূর পোশাক ছেড়ে টি-শার্ট আর হট প্যান্টে ঘোড়ার পিঠে সকলের প্রিয় শ্যামা, দেখুন ঘোড়ার পিঠের সমস্ত ছবি!

সম্প্রতি তিয়াশা একটি ছবি শেয়ার করেছেন যাতে তিনি সাদা রঙের ঘোড়ার পিঠে চড়ে সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছেন। তিয়াশার শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে নীল রঙের শর্টস, কালো টি-শার্ট ও চোখে সানগ্লাস। চুলগুলি একটি ক্লাচার দিয়ে বাঁধা। একফালি রোদ এসে পড়েছে তিয়াশার উপর। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে তিয়াশা লিখেছেন, ইতিবাচক মনোভাব জীবনকেও ইতিবাচক করে তোলে।

তার পরনে রয়েছে কালো রং-এর টিশার্ট ও সঙ্গে হট প্যান্ট। চোখে রয়েছে রোদচশমা। তিয়াশাকে ছবিতে হাসিখুশি অবস্থায় দেখা গিয়েছে। তিয়াশা ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ইতিবাচক চিন্তাভাবনা জীবনকে ইতিবাচক করে তোলে। এই ছবিটি পোস্ট করার ভাইরাল হয়েছে নিমেষেই।

সম্প্রতি তিয়াশার বিবাহিত জীবন নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে। তার সঙ্গে স্বামী সুবান রায়ের সম্পর্ক ভালো নেই বলেও শোনা গিয়েছে। এবারের জন্মদিনে তিয়াশার সঙ্গে তার স্বামী সুবানকে দেখা যায়নি। এরপরই সন্দেহ আরও গাঢ় হয়েছে। তবে তাদের তরফ থেকে কোনোরকম স্পষ্ট মন্তব্য পাওয়া যায়নি।

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কৃষ্ণকলি’র শ‍্যামা ওরফে তিয়াশা রায় (Tiyasha Roy)-এর জন্মদিন ছিল 16 ই অগস্ট। ধুমধাম করে কয়েকপ্রস্থ জন্মদিন পালন করার পর পাড়ি দিয়েছেন কোনো সমুদ্রসৈকতে। সেখান থেকে তিনি লাগাতার ছবি শেয়ার করছেন। সম্প্রতি তিয়াশা একটি ছবি শেয়ার করেছেন যাতে তিনি সাদা রঙের ঘোড়ার পিঠে চড়ে সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছেন।

তিয়াশার শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে নীল রঙের শর্টস, কালো টি-শার্ট ও চোখে সানগ্লাস। চুলগুলি একটি ক্লাচার দিয়ে বাঁধা। একফালি রোদ এসে পড়েছে তিয়াশার উপর। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে তিয়াশা লিখেছেন, ইতিবাচক মনোভাব জীবনকেও ইতিবাচক করে তোলে।

ইদানিং তৃণমূল কংগ্রেসের কার্যকলাপে মাঝে মাঝেই দেখা যাচ্ছে তিয়াশাকে। কিছুদিন আগে কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)-র সঙ্গে দুর্বার কমিটির খুঁটিপুজোয় অংশগ্রহণ করেছিলেন তিয়াশা। তিনি জানিয়েছেন, মদন মিত্র ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে তিনি শ্রদ্ধা করেন। তবে এখনও আনুষ্ঠানিক ভাবে তিয়াশা তৃণমূলে যোগদান করেননি। তিনি আপাতত অভিনয় নিয়েই থাকতে চান।

Check Also

স্ত্রীকে বেশি ঘুমাতে দিন, তাতে আপনারই মঙ্গল! কেন জেনে নিন

সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না ঘরে ঢুকে পড়েন আপনার স্ত্রী! বেড টি নিয়ে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *