অল্প সময়েই এত জনপ্রিয়তা পাওয়া সৌমিতৃষা গত ৫ বছর ধরেই ইন্ডাস্ট্রিতে রাজ করছেন। ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকে খল চরিত্রে অভিনয়ের পর, একে একে ‘জয়কালি কলকাত্তাওয়ালী’, ‘অলৌকিক না লৌকিক’, ‘গোপাল ভাঁড়’ ধারববাহিকে জাহ্নবী চরিত্রে অভিনয় করেন সৌমিতৃষা। একই চ্যানেলের ‘অলৌকিক না লৌকিক’ -এ পুটুল চরিত্রেও কয়েকটি পর্বে দেখা যায় অভিনেত্রীকে।
হাস্যরস যুক্ত ধারাবাহিক আর মিঠাই এর সরি বলার ভঙ্গি, গোপাল ঠাকুর কে থ্যাংকু গোপাল বলা থেকে শুরু করে, চোখের চাহনি আর অভিনয়ের জাদুতে বাংলা দর্শকের মন কাড়তে খুব বেশি সময় নেননি এই মেয়েটা। তবে মিঠাইতে যেমন লক্ষী বউয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে তবে বাস্তবে তিনি এখন ও বিয়ে করেননি। ধারাবাহিক জগতে অবশ্য নায়িকা রূপে নয়,খলনায়িকা হিসাবে পদার্পন ঘটে তার।
তবে তারপর অভিনয়ের জোরেই ‘কনে বউ’ এ প্রধান চরিত্র পেয়ে যান মিষ্টি অভিনেত্রী। এই ধারাবাহিক শেষ হতে না হতেই ‘মিঠাই’ এ সুযোগ পেয়ে যান অভিনেত্রী।মডেলিং দিয়ে কেরিয়ার শুরু তারপরেই টেলিভিশন। এমনকি কখনও অডিশানও দিতে হয়নি তাকে। প্রায় ৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার ফলোয়ার্স সংখ্যা প্রায় এক লক্ষ ছুঁইছুঁই।
গত একুশ সপ্তাহ ধরে টিআরপি রেটিং-এ এক্কেবারে শীর্ষে স্থান নিয়েছে ‘মিঠাই’। কিন্তু জানেন কী, যাকে কেন্দ্র করে এই ধারাবাহিকটি অর্থাৎ মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo) এর আগে কোন কোন ধারাবাহিকে অভিনয় করেছেন!
যদিও ‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে সৌমিতৃষার অভিনয়ের জয়জয়গান প্রতিটি বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আর এর মাধ্যমেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন তিনি। যদিও মিঠাই চরিত্রে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করলেও তাঁর অভিনয় জীবন কিন্তু শুরু হয়েছিল নেগেটিভ চরিত্র দিয়ে।
‘জয়কালি কলকাত্তাওয়ালী’, ‘অলৌকিক না লৌকিক’, ‘গোপাল ভাঁড়’ সিরিয়ালে পার্শ্বচরিত্র অভিনয় করা মেয়টা আজ সকলের প্রিয় মিঠাই। অজান্তেই তার অভিনয় স্নিগ্ধতায় জড়িয়েছিল দর্শকদের। পার্শ্বচরিত্র থেকে উঠে আসা মেয়েটা ‘কনে বউ’ সিরিয়ালে প্রধান চরিত্রে নিজের প্রথম আঁচড় কেটেছিলো বাংলা টেলিভিশন দুনিয়ায়। তারপরই ‘মিঠাই’ সিরিয়ালের হাত ধরে আজও সিরিয়ালপ্রেমী দর্শকদের মধ্যে মাইলস্টোন রচনা করছেন। মিঠাইয়ের অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু চূড়ান্ত সফলতা চাইলেও সহজে ভোলা যাবে না।