Breaking News

আমার ছেলেমেয়ের দিকে যদি কোনও গাড়ি এগিয়ে আসে আমি তার সামনে দাঁড়িয়ে গিয়ে সন্তানদের জীবন বাঁচাব”: শাহরুখ খান

বাবা-মায়ের কাছে একজন সন্তান সবসময়েই ভীষণ প্রিয়। এমনকি তাদের যেকোনও রকম বিপদ থেকে বাঁচাতে তারা পিছপা হন না। জীবনের সবকিছু দিয়ে একজন বাবা-মা তাদের সন্তান-সন্ততিকে বটবৃক্ষের মতো আগলে রাখেন। বলিউড বাদশা (Bollywood Badshah) শাহরুখ খানও (Shah Rukh Khan) সেই তালিকা থেকে বাদ পড়েন না। ‘বলিউড বাদশা’খ্যাত অভিনেতা শাহরুখ খান। কিছুদিন আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন তার ছেলে আরিয়ান খান।

এদিকে প্রিয় তারকার এই কঠিন সময়ে নানাভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন শাহরুখ ভক্তরা। প্ল্যাকার্ড নিয়ে এই তারকার বাড়ির সামনে ভক্তদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এরই মধ্যে শাহরুখের একটি পুরোনো ভিডিও প্রকাশ করেছেন তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে সেটি ভাইরালও হয়েছে। এতে সন্তানদের প্রতি তার ভালোবাসার কথা বলেছেন ‘কিং খান’।

করন জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করন’-এর একটি পর্বের ভিডিওতে শাহরুখ বলেন, ‘যখন সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তখন বিষয়টি এভাবে ভেবেছি যে, আমার হৃদয়ের অংশ আমি শরীরের বাইরে হাঁটাচলা করতে দিচ্ছি। আমার ছেলে-মেয়ের দিকে যদি কোনো গাড়ি এগিয়ে আসে, আমি তার সামনে দাঁড়িয়ে গিয়ে সন্তানদের জীবন বাঁচাব।

আমার খ্যাতির জন্য তাদের জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমি বার বার এই ভয়টি পাই। সন্তানদের জন্য আমি সব কিছু পেছনে ফেলতে পারি।’ গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে এনসিবি। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। এরপর গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি রয়েছেন শাহরুখপুত্র।

আগামী ২৬ অক্টোবর বোম্বে হাই কোর্টে তার জামিন শুনানি রয়েছে। জামিন না মেলায় আগামী ৩০শে অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে আরিয়ান খানকে। বুধবার দিন মুম্বাই আদালত আরিয়ানের জামিন খারিজ করায় শাহরুখ এই ব্যাপারে হাইকোর্টে যাওয়ার পরিকল্পনা করছেন। এই প্রথমবার বৃহস্পতিবার তিনি ছেলের সঙ্গে জেলে দেখা করতে যান। সকলেই চাইছেন ঘরের ছেলে যতো দ্রুত সম্ভব ঘরে ফিরে আসুক। অনুরাগীরা শাহরুখের পাশেই আছেন।

Check Also

আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

আজকাল আজব কত কিছুই ঘটছে এই দুনিয়ায়। সেরকমই একটা ঘটনা যা ভারতের মত জায়গায় শুনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *