Breaking News

কোনো কাজে এল না সৌরভের ‘দাদাগিরির, স্ত্রী ডোনার সাথে শপিংয়ে গিয়ে বিপাকে পড়লেন সৌরভ!

বেশ কিছুদিন বাইরে থাকার পর সদ্য কলকাতায় ফিরে ডোনা (Dona Ganguly)-কে নিয়ে তিনি গিয়েছিলেন একটি অভিজাত শাড়ির দোকানে শাড়ি কিনতে। সেখানে গিয়ে ডোনা অনেকগুলি শাড়ি দেখেছিলেন। শাড়ির স্তুপ জমা হচ্ছিল ও টেনশন বাড়ছিল সৌরভের। তখন সৌরভ আর থাকতে না পেরে দুটো শাড়ি তুলে দোকানদারকে প‍্যাক করে দিতে বলেন। কারণ তাঁর মনে হয়েছিল, যদি তিনি অত বড় দোকানে ঢুকে শাড়ি না কিনে বেরিয়ে পড়েন, তাহলে লজ্জার শেষ থাকবে না।

দোকানদার তো আর দোকানে ঢুকতেই দেবেন না। বেশ কিছুদিন বাইরে থাকার পর সদ্য কলকাতায় ফিরে ডোনা (Dona Ganguly)-কে নিয়ে তিনি গিয়েছিলেন একটি অভিজাত শাড়ির দোকানে শাড়ি কিনতে। সেখানে গিয়ে ডোনা অনেকগুলি শাড়ি দেখেছিলেন। শাড়ির স্তুপ জমা হচ্ছিল ও টেনশন বাড়ছিল সৌরভের।

তখন সৌরভ আর থাকতে না পেরে দুটো শাড়ি তুলে দোকানদারকে প‍্যাক করে দিতে বলেন। কারণ তাঁর মনে হয়েছিল, যদি তিনি অত বড় দোকানে ঢুকে শাড়ি না কিনে বেরিয়ে পড়েন, তাহলে লজ্জার শেষ থাকবে না। দোকানদার তো আর দোকানে ঢুকতেই দেবেন না।এমনকি দোকানদার তাঁকে আর হয়তো কোনদিনই ঢুকতে দেবেন না। তবে, সৌরভের (Sourav Ganguly) এই কাণ্ডে খানিকটা রেগে যায় ডোনা। তবে, সৌরভ তাঁকে জানায় যে, সে ইচ্ছে করলে এই শাড়ি কাউকে দিয়ে দিতে পারে।

এমনকি নিজের কাছেও রাখতে পারে। তবে, মহারাজের এই কথায় আদতে কি তাঁর স্ত্রী শান্ত হয়েছেন নাকি বাড়িতে গিয়ে বেঁধেছে হুলুস্থুল কান্ড তা অবশ্য জানা যায়নি বৈকি। আপাতত জি বাংলার (Zee Bangla) পর্দায় ‘দাদাগিরি সিজন 9’ (Dadagiri Season 9) সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি সৌরভ-ডোনার (Sourav-Dona)এই কান্ডই ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।

শাড়ি কিনে সৌরভ যখন বাইরে এসেছিলেন, ডোনা তখন যথেষ্ট রাগত। কিন্তু সৌরভ বললেন, এই দুটো শাড়ি যাকে ইচ্ছা দিয়ে দিতে বা ডোনা নিজেও রেখে দিতে পারেন। তবে শেষ অবধি ডোনা কি করেছিলেন বা বাড়িতে গিয়ে কুরুক্ষেত্র হয়েছিল কিনা তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দাদা।

পুজোর ঠিক আগে দিয়েই জি বাংলায় শুরু হয়ে গিয়েছে ‘দাদাগিরি’। খেলার ফাঁকে প্রতিযোগীদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দেখা যায় দাদাকে। আর সে সময়তেই স্ত্রী ও বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলীকে নিয়ে এক মজার অভিজ্ঞতা শেয়ার করতে দেখা গেল সৌরভকে। যদিও শ্রোতাদের কাছে ‘হাসির’ হলেও, দাদার কাছে নাকি তা ছিল ‘বড়ই লজ্জার’! জানেন কী হয়েছিল?

কথাই আছে শাড়িতেই নারী। আর নারীর এই শাড়ি কেনার চাহিদা বেড়ে ওঠে আনন্দ অনুষ্ঠানের দিনেই। তবে, নারীর চাহিদা যতই বাড়ে ততই আবার বাড়ে পুরুষদের টেনশন। কেননা মেয়েরা একটু ধীরে সুস্থে হাজার রকম দেখে তবেই একটা শাড়ি কিনতে পছন্দ করে। আর এবার তেমনই ঘটনার মুখোমুখি হয়েছেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। সম্প্রতি কলকাতায় ফেরার পর স্ত্রী ডোনাকে (Dona Ganguly) নিয়ে একটি একটি অভিজাত শাড়ির দোকানে গিয়েছিলেন শাড়ি কিনতে।

Check Also

স্ত্রীকে বেশি ঘুমাতে দিন, তাতে আপনারই মঙ্গল! কেন জেনে নিন

সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না ঘরে ঢুকে পড়েন আপনার স্ত্রী! বেড টি নিয়ে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *