Breaking News

শরীরে জমেছে মেদ, বাহুবলীর প্রভাস আর বাহুবলী নেই, ফুলে বালিশ হয়ে গেছে’ তীর্যক মন্তব্য নেটিজেনদের!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রভাসের কিছু ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে, প্রভাসের ওজন বেশ কিছুটা বেড়ে গিয়েছে। এর পরেই বডি শেমিং-এর শিকার হন প্রভাস। নেটিজেনরা তাঁকে বড়াপাও-এর সাথে তুলনা করতে শুরু করেছেন। অনেকে বিদ্রুপ করে তাঁকে ‘দুধওয়ালা’, ‘কাকা’ বলতে শুরু করেছেন।

অনেকেই বলেন, প্রভাসের ফিল্মি কেরিয়ার এবার শেষের পথে। দক্ষিণী ছবি ‘বাহুবলী’-এর সিকোয়েলে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রভাস (Prabhas)-কে। এই ছবিতে তার লুক এবং অভিনয় দর্শকমহলে তার জনপ্রিয়তাকে তুমুল বাড়িয়ে দেয়। এরপর বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ‘বাহুবলী’ ছবির দুটি অংশই বেশ প্রশংসিত হয়।

প্রভাস তার সৌন্দর্য্যের জন্য মহিলা দর্শকমহলে বেশ জনপ্রিয়। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় প্রভাসকে বডি শেমিং-এর শিকার হতে হল। তবে কী প্রভাস আর আগের মতন নিজেকে মেইনটেইন করছেন না? তাই এই ছবির শ্যুটিং-এর জন্য প্রত্যেকেই পরিচালকের কথা মতন চলছেন।

এই কারণে ওজন বাড়াতে হয়েছে তাদের। এমনকি গোঁফ রাখতে হয়েছে প্রভাসকে। এই ছবির কয়েকটি নাচের শ্যুটের রিহার্সালের জন্য স্টুডিওতে আসতে হয় তাদের। প্রকৃতপক্ষে, পৌরাণিক ফিল্ম ‘আদিপুরুষ’-এর জন্য ওজন বাড়াতে হয়েছে প্রভাসকে। ‘রামায়ণ’-এর কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছে ‘আদিপুরুষ’।

এই ফিল্মে শ্রীরামচন্দ্রের চরিত্রে অভিনয় করছেন প্রভাস। এই ফিল্মে সীতার ভূমিকায় অভিনয় করছেন কৃতী শ‍্যানন (Kriti Shannon)। ‘আদিপুরুষ’-এ রাবণের চরিত্রে অভিনয় করছেন সইফ আলি খান (Saif Ali Khan)। ওজন বাড়াতে হচ্ছে তাঁকেও। ‘আদিপুরুষ’-এর পরিচালক ওম রাউত (Om Raut)-এর নির্দেশ অনুসারে চলতে হচ্ছে তাঁদের।

Check Also

আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

আজকাল আজব কত কিছুই ঘটছে এই দুনিয়ায়। সেরকমই একটা ঘটনা যা ভারতের মত জায়গায় শুনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *