এ মাসেই সৌরভের বায়োপিকের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিনের পর আরেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বায়োপিক আসার খবর জানার পরপরই অনেকের মনে প্রশ্ন ছিল বড় পর্দায় কে ফুটিয়ে তুলবেন “প্রিন্স অব কলকাতা”কে। শোনা গিয়েছিল, বলিউড অভিনেতা রণবীর কাপুর বা টলিউডের পরমব্রত চট্টপাধ্যায়ের মধ্যে কেউ একজন সৌরভের ভূমিকায় অভিনয় করবেন। কিন্তু এই দুজনের কেউই থাকছেন না সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে।
প্রতিবেদনে বলা হয়, বায়োপিকে সৌরভ গাঙ্গুলীর ভূমিকায় রণবীর কাপুরকে প্রস্তাব দেওয়া হলে তিনি প্রত্যাখ্যান করেছেন। কারণ হিসেবে ক্রিকেটের চেয়ে ফুটবল খেলাকে বেশি পছন্দ করার কথা বলেন তিনি। এছাড়া, সঞ্জয় দত্ত ব্যতীয় আর কারও বায়োপিকে অভিনয়ের ইচ্ছা নেই বলেও জানান তিনি। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক।
সৌরভের চরিত্রে অভিনয়ের প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে নাকি আগ্রহী নন প্রযোজক। শেষমেশ কি নিজের চরিত্রে নিজেই অভিনয় করতে যাচ্ছেন সৌরভ? এই প্রশ্নের উত্তরে মাঝে সৌরভ গাঙ্গুলীর নাম উঠে আসছিল। দর্শকের একাংশ চাইছিলেন, দাদার চরিত্রে অভিনয় করুন দাদা নিজেই। টেলিভিশনের রিয়েলিটি শো’য়ের সঞ্চালনার দৌলতে ক্যামেরার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তো তার আছেই।
অবশেষে বিতর্কে উড়িয়ে শেষমেষ দাদার চরিত্রের অভিনেতার খোঁজ পাওয়া গেল! শোনা যাচ্ছে, সৌরভের বায়োপিকে অভিনয় করবেন অভিষেক বচ্চন। পরিচালক আর বাল্কি নাকি তার পরবর্তী ছবির কাজ শুরু করে দিয়েছেন। এক বাঁহাতি ব্যাটসম্যানকে নিয়ে ছবি বানাচ্ছেন তিনি। এদিকে সৌরভ গাঙ্গুলীও বাঁহাতি ব্যাটসম্যান। আর বাল্কির পরিচালিত ছবিতে মুখ্য চরিত্রে কাজ করছেন অভিষেক। এও শোনা যাচ্ছে যে বেশকিছু ক্রিকেটারও কাজ করবেন এই ছবিতে। অতএব দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছেন দর্শক।
লাভ ফিল্মসের তত্ত্বাবধানে আসছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। গত সেপ্টেম্বর মাসের ৭ তারিখে বায়োপিকের চুক্তিতে সই করেছেন সৌরভ। বলিউডের গুঞ্জন অনুসারে, সম্ভবত অভিষেকই হতে চলেছেন দাদার বায়োপিকের দাবিদার। গত জুলাই মাসে সৌরভ ঘোষণা করেছিলেন যে বলিউডে তার জীবন নিয়ে বায়োপিক তৈরি হওয়াতে তিনি রাজি আছেন। তখন শোনা যায়, সৌরভের ভূমিকায় অভিনেতা রণবীরকে দেখা যেতে পারে।
এর পাশাপাশি খবর এটাও ছিল যে পরমব্রত সৌরভের চরিত্রে অভিনয় করতে পারেন। কারণ ‘দাদা’র সঙ্গে তার মুখের মিল রয়েছে। কিন্তু সাম্প্রতিক পাওয়া খবর অন্য গল্পই শোনাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, সৌরভের চরিত্রে অভিনয় করতে একেবারেই আগ্রহী নন রণবীর!। কারও জীবনীচিত্রে অভিনয় করতেই আগ্রহী নন তিনি। তবে সঞ্জয় দত্তের বায়োপিকে যে তিনি অভিনয় করলেন!
অভিনেতা বলেন, ওটাই একমাত্র ব্যতিক্রম। ছবির জন্য ‘হ্যাঁ’ না বলার আরও একটি কারণ দর্শিয়েছেন রণবীর। তিনি জানান, ক্রিকেট থেকে ফুটবলে বেশি আগ্রহী সে। নিজে খেলেনও। কিন্তু সৌরভের বায়োপিকে অভিনয় করলে গোটা ছবি জুড়েই শুধু ক্রিকেট। তাই পিছিয়ে এসেছেন রণবীর। দাদাগিরি’ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির দুরন্ত সঞ্চালনার ভক্ত সবাই। একের পর বিজ্ঞাপনেও দারুণ অভিনয় করছেন তিনি। সব মিলিয়ে ক্যামেরার সামনে তিনি সাবলীল। প্রতিদিন তিনি নিজেকে ঘষামাজা করে আরও ধারাল করছেন। ফলে তার চরিত্রে তাকেই নেওয়ার একটি সম্ভাবনা নাকি তৈরি হয়েছে।
জানা গেছে, বায়োপিকের চিত্রনাট্য লেখার কাজ চলছে। চূড়ান্ত চিত্রনাট্য তৈরির পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রযোজক। এর আগে চলতি মাসের শুরুতে লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস এই জীবনীচিত্র তৈরির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। সেই সময় উঠে এসেছিল আরও দুই তারকা পরিচালকের নাম। প্রযোজনা সংস্থা নাকি এই ছবি তৈরির ব্যাপারে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সাহায্য চেয়েছে।