Breaking News

আজ পর্যন্ত শাশুড়ি মা আমাকে এখনও রান্নাঘরে ঢুকতে দেননি, রান্না করা ত অনেক পরের কথা: এক সাক্ষাৎকারে শুভশ্রী!

নিজস্ব প্রতিবেদন: শনিবার ভক্তদের সাথে সরাসরি আড্ডায় এসে সে কথাই মনে করিয়ে দিলেন শুভশ্রী। তিনি এখন আর শুধুই নায়িকা নন। এক দিকে তিনি একজন দক্ষ অভিনেত্রী ও মা, বিধায়ক-পরিচালক-প্রযোজকের স্ত্রী। একজন পুত্রবধূ হিসেবেও শুভশ্রী জয় করেছেন শাশুড়ির মন। শুভশ্রী জানান, ইউভান জন্মানোর কিছু দিন আগেই প্রয়াত হন তার শ্বশুর কৃষ্ণশঙ্কর চক্রবর্তী।

আজও সে কথা ভুলতে পারেননি তিনি। শাশুড়ির কথাও বলতে ভুললেন না শুভশ্রী। তিনি জানান, শাশুড়ি মা কোনো দিন তাকে রান্নাঘরে পর্যন্ত ঢুকতে দেননি। এক গ্লাস জল চাইলেও মা রাজের কাছে চান। আমাকে কোনো দিন বলেননি এক গ্লাস জল এনে দাও। মা হওয়ার মুহূর্তেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলেন শুভশ্রী।

ইউভান জন্মানোর কিছু দিন আগেই মৃত্যু হয় তার শ্বশুরের। আজও সে কথা ভুলতে পারেননি শুভশ্রী। তিনি বললেন,বাবা আমাকে খুব ভালবাসতেন। খুব শ্রদ্ধাও করতেন। আমার সঙ্গে সব কথা ভাগ করে নিতেন। বাবা যে আমাদের মাঝে নেই, সেটা এখনও বিশ্বাস করতে পারি না। শাশুড়ির কথাও বলতে ভুললেন না শুভশ্রী।

তিনি জানালেন, শাশুড়ি মা কোনও দিন তাকে রান্নাঘরে পর্যন্ত ঢুকতে দেননি। শুভশ্রী জানান, এক গ্লাস পানি চাইলেও মা রাজের কাছে চান। আমাকে কোনও দিন বলেননি এক গ্লাস পানি এনে দাও। সূত্র: আনন্দবাজার পত্রিকা

Check Also

স্ত্রীকে বেশি ঘুমাতে দিন, তাতে আপনারই মঙ্গল! কেন জেনে নিন

সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না ঘরে ঢুকে পড়েন আপনার স্ত্রী! বেড টি নিয়ে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *