নিজস্ব প্রতিবেদন: বানর একটি বন্য প্রাণী। বন্য প্রাণীদের মধ্যে বানর কে সবচেয়ে চালাক প্রাণী বলা হয়।বানর সবসময় গাছে বসবাস করে। এরা বিভিন্ন ফলমূল খেয়ে জীবন ধারণ করে। পৃথিবীতে অনেক ধরনের বানর রয়েছে। যা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাস করে। বন্যা হলেও কিছু কিছু বানর লোকালয়ে বসবাস করে। এবং মানুষের খুব কাছাকাছি থাকে। বানর তার চালাকি এবং চতুরতার জন্য বিখ্যাত। আমাদের দেশে প্রায় সব জায়গাতেই মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বনাঞ্চল এবং লোকালয় উভয় স্থানেই এদের উপস্থিতি দেখা যায়। লোকালয়ে বসবাস করা বানরগুলো অধিক চালাক হয়ে থাকে।
লোকালয়ে বসবাস করা বানরগুলো যদিও বিভিন্ন মানুষের খাবার খেয়ে থাকে, বন্য বানরগুলো কিন্তু বিভিন্ন ফলমূল ছাড়া অন্য কিছু খায় না। তবে কিছু মানুষ রয়েছে মাংসাশী। তারা ফলমূলের পাশাপাশি বিভিন্ন ছোট প্রাণীর মাংস খেয়ে থাকে। যেমন পাখি, কাঠবিড়ালি, ছোট সাপ, মাছ ইত্যাদি। তবে এদের প্রধান খাদ্য হচ্ছে ফলমূল। প্রায় সব ধরনের হয়ে থাকে। তবে মাংসাশী বানরগুলোকে কেউ পোষ মানাতে চায় না। যেগুলো ফলমূল খেয়ে বেঁচে থাকে এগুলো কি মানুষ শখের বশে পালন করে থাকে।
বর্তমানে মানুষ বানর কে পোষা প্রাণী হিসেবে পালন করে থাকে। পোষা বানর গুলো দুরন্ত চালাক প্রকৃতির হয়ে থাকে। এরা মানুষের খুব কাছাকাছি থাকতে থাকতে মানুষের বিভিন্ন আচার আচরণ ও চালচলন নকল করে থাকে। পোষা বানর গুলো দিয়ে অনেক সময় অনেক কাজ করানো যায়। অনেকে এগুলোকে পোষে বিভিন্ন কাজ করানোর জন্য আবার অনেকে এগুলোকে শখের বশে ও পালন করে থাকে। এরা মানুষের খুব কাছাকাছি থেকে বিভিন্ন কায়দায় রং ঢং করে মানুষকে বিভিন্ন ভাবে বিনোদন দিয়ে থাকে ।
কিছুদিন আগে নেট থেকে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে এক লোক দুটি বানরকে আস্ত একটি কাঁঠাল কেটে খাওয়াচ্ছে । বানর ছানা দুটি বিভিন্ন রং ঢং করে বিনোদন আর লোকটি তাদেরকে কাঁঠাল খাওয়া। বানরগুলোর সৌন্দর্য বৃদ্ধির জন্য লোকটি তাদেরকে কাপড় পরিধান করা হয়েছে। বানরের প্রতি এরকম ভালোবাসা দেখে সবাই তার প্রশংসায় মেতে উঠেছে। বন্য প্রাণীদের প্রতি এরকম ভালোবাসা থেকে সবাই অবাক হয়ে গেছে। এরকম প্রাণীদের প্রতি মানুষের ভালোবাসা সচরাচর দেখা যায় না। জীবের সেবা করা ঈশ্বরের সেবা সমতুল্য।
ক্ষুধার্ত বানর গুলি তৃপ্তি সহকারে কাঁঠাল খেলো। ভিডিওটি নেটিজেনদের মধ্যে এক সমালোচনার ঝড় তুলে। কেননা অনেকে পোষা প্রাণী পালন করলেও তাদের প্রতি ভালো খেয়াল করুন এবং প্রয়োজনমতো খাবার-দাবার সরবরাহ করে না। আর এই ভিডিওতে একটি লোক তার বাচ্চাদের মত আদর করেন কাটার গুলো কেটে মানুষগুলোকে খেতে দিচ্ছে। এ ধরনের প্রাণী প্রেমীদের জন্য পৃথিবীটা এত সুন্দর।
এই ভিডিওটি অনুপ্রেরণাদায়ক একটি ভিডিও। যা দেখলে মনে হয় পৃথিবীতে এখনও মানুষের মনুষত্ব বেঁচে আছে । কেননা লোকটা বানর গুলোকে নিজের বাচ্চাদের মত দেখাশোনা করছে।মানুষের মতো কাপড় পরিধান করে রেখেছে। না দেখে মানুষের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে যে আমাদের প্রত্যেকেরই প্রাণীদের সাথে এরকম আচরণ করা উচিত। নিজেদের পোষা প্রাণী গুলোর প্রতি যত্নশীল হওয়া উচিত। ঠিকমত দেখাশোনা করা উচিত।এই ভিডিওটিতে কিভাবে বানর বিভিন্ন রং ঢং করে কাঁঠাল খাচ্ছে তা দেখার জন্য না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো।
বিস্তারিত ভিডিওতে দেখুনঃ