মেয়েরা সবাই হাতে মেহেদি পড়তে পছন্দ করে। হাতে মেহেদি পড়ে না এমন মেনে মেয়ে খুঁজে পাওয়া অনেকটা কষ্টকর হবে। আমাদের দেশের প্রায় সকল মেয়েরাই নিজের হাতকে মেহেদি দিয়ে রাঙাতে পছন্দ করে। মেহেদী এমন একটি বিষয়বস্তু যা হাতে না দিলে কোন উৎসবকে উৎসব বলে মনে হয় না। যেকোনো উৎসবমুখর পরিবেশে মেয়েরা তাদের হাতে মেহেদি লাগাতে ভালোবাসে।অনেক মেয়েরাই কারণে অকারণে তাদের হাতে মেহেদি দিতে পছন্দ করে।
অনেকেই বাজারের কোনে পাওয়া মেহেদী গুলো ব্যবহার করে ।আবার অনেকেই গাছের মেহেদি নিজেদের হাতে দিয়ে নিজেদের হাত রাঙায়। বাজারের মেহেদী গুলো রং অনেকটা কালচে রং হলেও প্রকৃতি প্রকৃত গাছের মেহেদি অতটা কালচে রং হয় না। এমন অনেক টেকনিক আছে যা ব্যবহার করলে গাছের মেহেদির রং ও কালচে লাল রঙের রূপান্তরিত হবে।
প্রথমে মেহেদি পাতা গুলোকে গাছ থেকে পেড়ে সে গুলোকে ভাল করে ধুয়ে নিতে হবে। ধোয়া শেষ হয়ে গেলে মেহেদি পাতা গুলো কে ভালোভাবে বেটে নিতে হবে ।এমন ভাবে বাড়তে হবে যে এর মধ্যে কোন আশ না থাকে। মেহেদি পাতাগুলো বেটে নেওয়া হলে এর মধ্যে পান খাওয়ার খড় বেটে দিতে হবে। এরপর একটি বাটিতে বেটে রাখা মেহেদী গুলোকে তুলে রাখতে হবে। এরপর আরেকটি বাটি নিতে হবে ।
সেখানে নিতে হবে পান খাওয়ার চুন এবং চুনের সাথে মিশাতে হবে বাংলা সাবান । চুন এবং বাংলা সাবানের মিশ্রনটিকে খুব ভালোভাবে নেড়ে পেস্ট করে নিতে হবে ।এরপর সে পেস্টটিকে হাতে আঙুলের নখের মধ্যে লাগিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। আঙ্গুলের বাহিরে যদি চামড়ার মধ্যে এই মিশ্রণটি লেগে যায় তাহলে টিস্যু পেপার দিয়ে চামড়া লেগে থাকা মিশ্রণটি মুছে ফেলতে হবে। কিছুক্ষণ সময় পর নখে লাগিয়ে রাখা চুন এবং বাংলা সাবানের মিশ্রনটিকে ধুয়ে ফেলতে হবে ।
এরপর নখের মধ্যে বেটে রাখা মেহেদী কে দিতে হবে ।এরকম করে দুই তিনবার নখের মধ্যে মেহেদি দিলে মেহেদির রং হবে গাঢ় কালচে রঙের। এ পদ্ধতিটি স্টেপ টু স্টেপ ফলো করলে হাতের মেহেদির রং হবে গারো কালচে লাল রঙের। যাদের হাতের মেহেদি লাল হয় না তারা এই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন ।এই পদ্ধতি স্টেপ টু স্টেপ অনুসরণ করলে অবশ্যই আপনাদের নখের মেহেদির রং গারো কালচে রঙের হবে।