Breaking News

ছোট্ট ইউভান এর প্রথম জন্মদিন, ছেলের জন্মদিনে আবেঘন পোষ্ট করলেন মা শুভশ্রী! যা লিখলেন..

শুভশ্রী লিখেছেন ‘শুভ জন্মদিন জান৷ এই এক বছরে তুমি আমার মধ্যে এক মায়ের জন্ম দিয়েছ৷ তোমাকে প্রাণভরা ভালবাসা, আমার সোনা..’.সত্যিই তো এক বছরে এক নতুন পরিচয় তৈরি হয়েছে অভিনেত্রী শুভশ্রীর জীবনে৷ তিনি বাংলা ইন্ডাস্ট্রির নামি নায়িকা, রাজ চক্রবর্তীর ঘরণী, আর এখন তিনি ইউভানের মা৷ জীবনে পূর্ণতা পেয়েছেন তিনি৷

অন্যদিকে বাবা রাজ চক্রবর্তীও ছেলের জন্মদিনে লিখেছেন শুভেচ্ছা বার্তা৷ তিনি লিখেছেন যে, ‘তুমি আমার গর্ব, আমার ভালবাসা, আমার পৃথিবী, আমার সবকিছু৷ প্রথম জন্মদিনে অনেক শুভেচ্ছা৷’ পুরীর সমুদ্র সৈকতে ইউভানের একটা মিষ্টি ছবি বেছে নিয়েছেন এই শুভেচ্ছা বার্তার জন্য৷

বিমানবন্দর থেকে একগুচ্ছ ভিডিও নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন শুভশ্রী। প্রথম বার ঘুরতে যাওয়ার আনন্দে সেজেগুজে একেবারে তৈরি ইউভান। নজর কেড়েছে তার আউটফিট। খয়েরি রঙা ফুল স্লিভ টিশার্ট ও কালো প‍্যান্ট পরে এদিন দেখা মিলল ইউভানের।

অপরদিকে বাবা মা টুইনিং করে পরেছিলেন সাদা শার্ট। এই প্রথম বিমানে চড়ল ইউভান। ছেলের জন‍্য উত্তেজিত ছিলেন শুভশ্রী নিজেও। সফরের শুরুর থেকেই টুকটাক আপডেট দিচ্ছিলেন অভিনেত্রী। পুরীতে পৌঁছে সেই দায়িত্ব নিয়েছেন রাজ। ইতিমধ‍্যেই একটি ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। মা ছেলেকে দেখা যাচ্ছে পুরীর সমুদ্রসৈকতে হাঁটতে।

ছোট্ট ইউভানকে হাত ধরে বালির উপর দিয়ে হাঁটাচ্ছেন শুভশ্রী। মুহূর্তটি ক‍্যামেরাবন্দি করে রাজ লিখেছেন, ‘মায়ের হাত ধরে, তাঁর পদচিহ্ন অনুসরণ করে বাইরের জগৎটা উপভোগ করতে তৈরি ইউভান’। মা ছেলেকে আদরে ভরিয়ে দিয়েছেন নেটনাগরিকরা। ইউভানকে হাঁটতে দেখে অবাক অনেকেই।

কমেন্টে ভালবাসা পাঠিয়েছেন অদ্রিজা রায়, প্রিয়ম চক্রবর্তীরা। ছেলে ইউভানের জন্মের পর থেকে অনেকেই ভেবেছিলেন হয়তো হারিয়ে গিয়েছেন শুভশ্রী। কিন্তু, যে রাঁধে সে চুলও বাঁধে, তা প্রমাণ করে দিলেন রাজের ‘পরিণীতা’। টলিপাড়ায় প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম শুভশ্রী।

কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীনই পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে সংসার গড়েন নায়িকা। বিয়ের দু-বছরের মাথায় জন্ম হয় Yuvaan-এর। গর্ভাবস্থার সময় থেকে বেশ ওজন বাড়ে অভিনেত্রীর, যার কারণে বার বার ট্রোলিং-এর শিকার হতে হয় অভিনেত্রীকে। তবে সে সবে কানে দেওয়ার পাত্রী নন শুভশ্রী।

নিজেকে নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী। মা হওয়ার পর স্বাভাবিকভাবে ওজন বৃদ্ধি হয় সব নারীদেরই। সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় শুভশ্রীকে। তবে তাড়াহুড়ো করে ওজন কমাতে বিশ্বাসী নন নায়িকা। তাই ধীরে-সুস্থ যোগাসনের সাহায্যে ওয়েট লস করছেন রাজ ঘরণী। তবে তাঁর ওজনের জন্য বডি শেমিং-এর শিকারও হতে হয়ে অভিনেত্রীকে।

নুসরতের সিঁথিতে ওটা কী? গোয়েন্দাগিরি-পণ্ডিতিতে সরগরম নেটপাড়া ছেলে Yuvaan-এর জন্মের পর ব্যস্ততা বেড়েছে রাজের। তিনি এখন আর শুধু পরিচালক নন, ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচিত বিধায়ক। পাশাপাশি দীর্ঘ বিরতির পর কাজে ফিরেছেন শুভশ্রী।

সিনেমার শ্যুটিং শুরু করেছেন অঙ্কুশের সঙ্গে। বাবা যাদবের সিনেমার গানের শ্যুটিং শেষ করলেন নায়িকা। এছাড়াও ডান্স বাংলা ডান্সে বিচারকের আসনে দেখা যাচ্ছে শুভশ্রীকে। এবছর মহালয়ায় দেবী দুর্গার মহামায়া রূপে ধরা দেবেন শুভশ্রী।

Check Also

আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

আজকাল আজব কত কিছুই ঘটছে এই দুনিয়ায়। সেরকমই একটা ঘটনা যা ভারতের মত জায়গায় শুনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *