একটা সময় যখন টলিউড এবং বলিউডের সিতে অভিনয়-এর মাধ্যমে নিজের জায়গা করার জন্য অভিনেতা স্বপ্ন দেখছেন ঠিক সেই সময় তার জীবনে এসেছিল একাধিক বাধা-বিপত্তি। অভিনয়ের স্বপ্ন নিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে তার জীবন কাহিনীতে কঠোর পরিশ্রমের দিকটি তুলে ধরতে গিয়ে তিনি জানিয়েছেন তার জীবনের কঠিন পরিশ্রমের দিনগুলির কথা।
এক সাক্ষাৎকারে অভিনেতা মিঠুন চক্রবর্তী নিজেই জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রিতে কাজের প্রথমদিকে তার হাতে প্রচুর কাজ এলেও তার সাথে কোন অভিনেতা অভিনেত্রী কাজ করতে চাইতেন না। এর সাথে তিনি আরও জানিয়েছেন তখনকার কথা তিনি আর এই মুহুর্তের টেনে আনতে চান না। সেই সময় মিঠুন চক্রবর্তীর কানে অনেক কথাই আজ তো।
মিঠুন চক্রবর্তীর অন্যান্য প্রতিদ্বন্দ্বি অভিনেতারা চাইতেন না অভিনেত্রীরা মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করুক। কথায় বলে কোনও কিছুই রাতারাতি সম্ভব নয়, ঠিক তেমনই আবার কারুর যদি একাগ্রতা থাকে, তাঁকে আটকায় কার সাধ্যি। এই সমীকরণেই বাঁধা সাফল্যের সূত্র। বাঘা বাঘা অভিনেতার জীবনে তেমনই হাজার হাজার গল্প লুকিয়ং রয়েছে। সেই তাকিলা থেকে বাদ পড়েননি সুপার স্টার মিঠুন চক্রবর্তীও।
মিঠুন চক্রবর্তী, বলি-টলি দাপিয়ে বেড়ানো এই অভিনেতার জীবনের শুরুটা এতটা সহজ ছিল না। স্বপ্ন বুকে তিনি হাজির হয়েছিলেন বিটাউনে। কিন্তু প্রথমেই মিলেছিল একাধিক বাধা। একের পর এক সমস্যার সন্মুখীন হতে হয় তাঁকে। যা নিয়ে একাধিকবার মুখ খুলেছেন তিনি। এর পরে অবশ্য মিঠুন চক্রবর্তীকে আর কখনোই পিছনে ঘুরে তাকাতে হয়নি।
এর পরবর্তী সময়ে সাফল্যের গল্প দর্শকদের সকলেরই জানা। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন সকলকে। বক্স অফিস সবসময় হাউসফুল থেকেছে মহাগুরু মিঠুন চক্রবর্তীর জন্য। মৃগয়া থেকে যাত্রা শুরু করে আজও একই ভাবে সেই দাপটের সাথে অভিনয় করে চলেছেন টলিউড এবং বলিউডের দুই ইন্ডাস্ট্রিতেই।