কোয়েল মল্লিক নাকি আবারও মা হতে চলেছেন। এই খবরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে নেট দুনিয়ায়। অন্যদিকে আবার, খবর শোনা যাচ্ছে নাকি এই বাচ্চার বাবা হতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। প্রথম সন্তানের মা হতে চলেছেন পশ্চিম বঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। স্বামী নিশপালের সঙ্গে একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন এমন সুসংবাদ!
স্বামী ও প্রযোজক নিশপাল সিংয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের উদ্দেশ্যে কোয়েল লিখেন, ‘এই দিনগুলো কাটছে হালকা লাথি, ঘুঁষিতে! নতুন জীবনের স্পন্দন এখন আমার ভেতর। উলের উষ্ণতা মেখে নতুন জীবনের অংশ হতে চলেছি। আমাদের সন্তান আসছে গরমেই ভূমিষ্ঠ হবে। আশীর্বাদ চাই।’
সাত বছরের বিবাহবার্ষিকীতে জীবনের সবচেয়ে কাঙ্খিত খবরটি প্রকাশ করলেন কোয়েল মল্লিক। আর এ খবরে প্রচণ্ড খুশি কোয়েল ও নিসপাল সিংহ রানেসহ গোটা পরিবার। ভাবছেন পরমব্রত কোথা থেকে এলো? পরমব্রত হল এই কাহিনীর পিতা। অর্থাৎ কোয়েল মল্লিকের স্বামী।
নাহ, এটা কোনো সত্য ঘটনা নয়, বরং সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সুন্দর সৃষ্টি হল ‘বনি'(Bony)। একদমই ভিন্ন ঘরানার গল্প বনি। এক চক্রান্তের শিকার হবে কোয়েল ও পরমব্রত। সন্তান আসার খবরে সুখী দম্পতির সমস্ত স্বপ্ন ভেংগে চুরমাচুর হয়ে যাওয়ার গল্প। আসল অপরাধীদের কি ধরতে পারবে পরমব্রত ও কোয়েল? কারা শিশু হত্যা করে মেশিন বানায় জানতে পারবে কি? বা শেষ পর্যন্ত বনিকে ফিরিয়ে আনতে পারবে কি?
কোয়েল জানান, ‘অনেক পুরস্কার। দারুণ চরিত্র। সব কিছুর চেয়ে আলাদা এই অনুভূতি এবং এটাই আমার জীবনের সেরা অনুভব।’ এ কথা বলেই ফোনটা রানের হাতে তুলে দিলেন কোয়েল। রানেও উত্তেজিত। বললেন, ‘টেনশনও হচ্ছে, আনন্দও হচ্ছে। এখন আমরা এপ্রিলের অপেক্ষায়।’
এপ্রিলের শেষের দিকে আসছে সে, যার অপেক্ষায় মল্লিক ও সুরিন্দর সিংহ পরিবার। ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কোয়েল। শনিবার তাঁদের সপ্তম বিবাহ বার্ষিকী। এমন শুভ দিনে সুখবরটি জানালেন অভিনেত্রী। ২০১৩ সালে বিয়ের পরেও বহু সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল কোয়েলকে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন তিনি।