Breaking News

গাছের মক ডালে কিং কোব’রা গ্রামের বৃদ্ধা শুয়ে প্রমাণ করতে গিয়ে পড়ল মহা বি’পদে, তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: আমরা সকলেই কিং কোবরা সাপের নাম টি শুনেছি অবশ্যই। কিন্তু সেই সাপটি আজকাল ঘরের দেয়ালে বা ঘরের ভিতরে বাসা বাঁধতে দেখিনি। আজকের ভিডিওতে দেখা যাচ্ছে একটি কৃষকের ঘরে কিং কোবরা সাপ বাসা বেধেছে। সাপটিকে দেখে গ্রামের সবাই আতঙ্কিত হয়ে পড়েছে আবার কেউ কেউ সাপের সেলফি তুলছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হইচৈই ফেলেছে।

আমরা সকলেই কিং কোবরা সাপের নামটি শুনেছি অবশ্যই কিন্তু তার ভয়ংকর রূপ দেখি নাই। কিন্তু সাপ দেখে ভয় পাই না এমন লোক খুঁজে পাওয়া খুব মুশকিল। সাধারণত কিং কোবরা সাপ বন-জঙ্গল ছাড়াও মানুষের ঘরে বাসা বেঁধে ফেলেছে। সাপের মধ্যে কিং কোবরা সাপ অনেক ভয়ঙ্কর সাপ। ভিডিওতে দেখা যাচ্ছে কৃষকের ঘরে কিং কোবরা বাসা বেধেছে। তখন গ্রামের মানুষ এ গুলো দেখে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে।

এদিকে ভারতের উত্তর প্রদেশে এক কৃষকের বাড়িতে বাসা বেধেছে শত শত কোবরা কৃষকের পরিবারের সকলে আতঙ্কিত কৃষকের পরিবার সহ গ্রামের প্রতিটি মানুষ ভয় পাচ্ছে ভারতের উত্তরপ্রদেশের একটি গ্রামের এই ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করে সেই ভিডিওটি তুমুলভাবে ইন্টারনেট জগতে ভাইরাল হয়ে যায়। ঘরের ভিতরে ঢুকে পরে কোবরা বাসা বাঁধে কৃষকের ঘরে নানা স্থানে।

স্থানীয় সকলে আতঙ্কিত হচ্ছে কোবরা টির এরূপ আচরণ নিয়ে। গ্রামের প্রায় সকলেই এসে ভিড় জমাচ্ছে কোবরা কে দেখার জন্য। কেউবা কোবরা টিভি দেখছে আতঙ্কের সাথে আবার কেউ বা দেখে উৎসাহের সঙ্গে।

এবং কোবরা সাপ টিকে উদ্ধার করে। উদ্ধার কাজ শেষ করে তারা সেই কোবরা সাপকে নিয়ে চলে যায়।সাপটিকে চলে নিয়ে যাওয়ার পর সেই সাপটিকে সেই গ্রাম থেকে অনেক দূরে বনে মধ্যে নিয়ে রেখে আসা হয়। রেসকিউ টিমের প্রধান জানান তিনি সকাল সকাল একটি খবর পান যে গ্রামে একটি কৃষকের ঘরের মধ্যে কোবরা সাপ দেখা গিয়েছে সাপটি অনেকদিন ধরে কৃষকের ঘরের মধ্যে বাসা বেধেছে দিয়েছে অনেক বাচ্চা।

তিনি সাথে সাথে এ কথা শুনে তাকে নিয়ে সেই গ্রামে উপস্থিত হন। এবং দেখতে পান সত্যি সত্যি কোবরা টি সে কৃষকের বাসায় বাসা বেধেছে। 3 এসে দেখতে পান কোবরা টি কৃষকের বাড়ির দরজার উপরে উঠে বসে আছে এই দৃশ্যটি ছিল খুবই ভয়ঙ্কর। সাপ পোকা জাতীয় জিনিস যারা ভয় পায় তাদের কাছে এই বিষয়টি খুবই ভয়ঙ্কর লাগতে পারে। তিনি তার বিভিন্ন সুরক্ষা যন্ত্র বের করলেন।

যে যন্ত্রের সাহায্যে তিনি সে কোবরা কে কি সুখের বাসা থেকে বের করে আনবেন সে কোবরা কে কৃষকের ঘর থেকে বের করে আনা তা এত সহজ ছিল না রেসকিউ টিমে অনেক ধৈর্য ও কষ্ট সাধন করতে পেয়েছে এই কোবরা কে ধরতে। এত সহজে তারাক উপরের দিকে তাদের বশে আনতে পারেনি।

কোবরা চতুরতার সাথে তাদেরকে এড়িয়ে চলেছে। কোবরাটি যেন তাদের হাতে ধরা দিতে চাচ্ছিল না। অনেক অনেক কষ্ট করে উপরের দিকে থেকে কোবরা সাপকে উদ্ধারকাজ চালানো হয়। তাদের ধারণা খাবারের সন্ধানে কোবরা টি কৃষক এর বাসায় গ্রামের মধ্যে ঢুকেছে। কোবরার পছন্দের খাদ্যের মধ্যে হচ্ছে ইঁদুর। হয়তো ইঁদুরের তালাশেই বাসা বাড়িতে এসে নিজের বাসস্থান তৈরি করেছে।

করে কষ্ট স্বাধীনের পর রেস্কিউ টিম কোবরা সাপ কে উদ্ধার করতে সক্ষম হয় ।উদ্ধারকাজ চালিয়ে কোবরা টিকে লোকালয়ের দূরে বনের মধ্যে রেখে আসা হয় যাতে করে কোবরা আর লোকালয়ে আসতে না পারে।

বিস্তারিত ভিডিওতে দেখুনঃ

Check Also

বৃষ্টির সময় ছাদে টিপ টিপ বর্সা পানি গানের সাথে অস্থির নাচ তরুণীর, এ যেন এক দারুন কম্বিনেশন, তুুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: প্রতিভা কে না দেখাতে চায়। আমাদের দেশের গ্রামে গঞ্জে নাচ গান আবৃত্তি সহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *