1998 সালে ব্লকবাস্টার হিট ছবিগুলির মধ্যে অন্যতম একটি হচ্ছে “কুচ কুচ হোতা হে”। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ডিরেক্টর কারান জোহরের প্রথম ছবি এটি।ছবিটিতে শাহরুখ, রানী, কাজল ও সালমানের পাশাপাশি দেখা গিয়েছিল একটি ছোট্ট বাচ্চা মেয়ে অঞ্জলীকে। এই ছোট্ট মেয়েটি নিজের প্রতিভার মাধ্যমে সাধারণ জনগণের মন কেরেছিল।
এই তিনজন অভিনেতা ও অভিনেত্রীর অভিনয়ের দক্ষতায় সিনেমাটি হয়ে উঠেছিল সেকালের সুপার ডুপার হিট একটি ছবি। শাহরুখ, কাজল ও রানী মুখার্জির নজরকাড়া অভিনয়ের পাশাপাশি আরও একজনের অভিনয় পছন্দ করেছিল দর্শক মহল। সেই ছবিতে দেখা গিয়েছিল শাহরুখের একটি ৮ বছরের মেয়েকে যার চরিত্রে নাম রাখা হয়েছিল অঞ্জলী।
জানা যায় এই চরিত্রে অভিনয় করার জন্য ২০০ জন ক্ষুদে শিল্পীদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হয় অঞ্জলী চরিত্রে অভিনয় করার জন্য। নিজের নিপুণ অভিনয় কৌশলীর মাধ্যমে ২০০ জনের মধ্যে নিজেকে সেরা প্রমাণ করে সিনেমার পর্দায় জায়গা করে নেয় সেই ছোট্ট মেয়েটি। পর্দার অঞ্জলীর আসল নাম হল সানা সায়ীদ। এখন অবশ্য তিনি একাই কাঁপিয়ে দিচ্ছেন গ্লামার ওয়ার্ল্ডকে।
তবে শুধুমাত্র ‘কুছ কুছ হোতা হে’ নয় এরপরেও তিনি ‘বাদল’ ও ‘হর দিল যো প্যায়ার করে গা’ ছবিতেও রেখেছেন নিজের অভিনয়ের ছাপ। পরে অবশ্য ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। ‘কুমকুম-এক প্যায়রা সা বন্ধন’, ‘সসুরাল গেঁদা ফুল’ এর মতন বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে তাকে। তবে এই ছোট্ট মেয়েটি আজ অনেক বড় হয়ে গেছে।
তার আসল নাম সানা সাইদ। ছোট থেকেই “বাদল”, “হার দিল যো পেয়ার কারেগা”, “কুচ কুচ হোতা হে”ও অন্যান্য ছবি গুলির মাধ্যমে নিজের অভিনয়ের ছাপ ছেড়ে গেছে হিন্দি সিনেমা জগতে। সিনেমার পাশাপাশি বেশকিছু ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। “শ্বশুরাল গেন্দা ফুল” ও “কুমকুম এক প্যারা সা বন্ধন” ধারাবাহিক গুলিতে অসাধারণ অভিনয় এর মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে সানা। সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড অ্যাক্টিভ সানা। কখনো সারিতে আবার কখনো বিকিনিতে ছবি পোস্ট করে নেটদুনিয়ায় আগুন লাগিয়েছে সে। আকর্ষণীয় শরীরে নিজের অনুগামীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে সে।