গত কয়েক মাস ধরেই একাটানা বাড়তে দেখা গিয়েছে পেট্রোপণ্যের দাম। সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতেও নাভিশ্বাস ওঠার জোগার আমআদমির।
এদিকে বর্তমানে একাধিক রাজ্যে সেঞ্চুরি পার করছে পেট্রোলের দাম। যা নিয়ে রীতিমতো চাপে রয়েছে বিজেপি। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সম্প্রতি মেজাজ হারাতে দেখা যায় মধ্যপ্রদেশের এক বিজেপি নেতাকে।
নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় কাটনি জেলার বিজেপি সভাপতি রামরতনকে (Ramratan Payal) বলতে শোনা যাচ্ছে,’তালিবানের কাছে চলে যাও। আফগানিস্তানে লিটার পিছু ৫০ টাকায় পেট্রোল পাওয়া যাচ্ছে।
ওখানে তো তেল নেওয়ার লোক নেই। তোমরা চলে যাও। ভারতে অন্তত আমরা নিরাপদে আছি , করোনার তৃতীয় ঢেউ সামনে, এরকম প্রশ্ন কেন করছ?
কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা বলছেন অথচ বিজেপি নেতা ও তাঁর অনুগামীদের কারও মুখেই মাস্ক নেই। উল্টে সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা দায়িত্ববান সাংবাদিক।
দেশজুড়ে কী পরিস্থিতি চলছে তা বুঝতে পারছেন? দেখছেন না কীভাবে সব কিছু নিয়ন্ত্রণ করছেন মোদীজি। দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছেন।’
কলকাতা-সহ দেশের চার মেট্রো ও ছোট-বড় নানা শহরেই বাড়েনি পেট্রল-ডিজেলের দাম। বর্তমানে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ১০১.৮৪ টাকা, ডিজেল ৮৯.৮৭ টাকা প্রতি লিটার দরে বিকোচ্ছে।