নিজস্ব প্রতিবেদন: #নয়াদিল্লি: সম্প্রতি ভারতীয় বাজারে সোনা ও রুপোর দামে ভারী পতন দেখা গিয়েছে ৷ বিশ্বের বিভিন্ন জায়গায় লকডাউনের জেরে সোনা ও রুপোর দাম গত কয়েক মাসে হু হু করে বেড়ে গিয়েছিল ৷ কিন্তু করোনা ভ্যাকসিন শীঘ্রই বাজারে আসার সম্ভাবনা রয়েছে এই খবর আসতেই সোনা ও রুপোর দাম কমতে শুরু করেছে ৷ গত ২ দিনে সোনার দাম ১২০০ টাকা কমেছে ৷
MCX এদিন Gold Future Price ০.৯ কমে প্রতি ১০ গ্রামে ৪৯,০৫১ টাকা হয়েছে ৷ অন্যদিকে রুপোর দাম ৫৫০ টাকা অর্থাৎ ০.৯ শতাংশ কমে ৫৯,৯৮০ টাকা প্রতি কিলোগ্রামে হয়ে গিয়েছে ৷
স্পট গোল্ড ০.৬ শতাংশ কমে ১৮২৬.৪৭ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷ রুপোর দাম কমেছে ১.১ শতাংশ ৷ প্ল্যাটিনামের দাম ০.৫ শতাংশ বেড়েছে ৷
বিশেষজ্ঞদের মতে আগামী দিনে সোনার দামে পতন জারি থাকবে ৷ নতুন বছরে সোনার দাম এখনকার থেকে প্রায় ৫০০০ টাকা প্রতি ১০ গ্রামে সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
মার্কিন সংস্থা ফাইজার দাবি করেছে তাদের ভ্যাকসিন তৃতীয় ট্রায়ালে ৯৫ শতাংশ সফল রয়েছে ৷ মর্ডানার দাবি তাদের ভ্যাকসিন ৯৪.৫ শতাংশ সফল ৷ এর পাশাপাশি SERUM ইনস্টিটিউটের তরফেও জানানো হয়েছে ভারতে আগামী ২-৩ মাসের মধ্যে ভ্যাকসিন চলে আসবে ৷
Oxford University-র দাবি তাদের করোনা ভাইরাসের ভ্যাকসিন ৯০ শতাংশ পর্যন্ত সফল ৷ Oxford এর ভ্যাকসিন প্রোজেক্টে SERUM তাদের পার্টনার ৷