Breaking News

আমার সিনেমার গান চুরি করেছেন উনি, দেবগণের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য টলিউড সুপারস্টার জিতের! তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়!

নিজস্ব প্রতিবেদন: প্রসঙ্গত ২০১৯ সালে টলিউড সুপারস্টার জিত অভিনয় করেছিলেন ‘শেষ থেকে শুরু’ নামক একটি সিনেমায়। সেখানেই ‘আল্লাহ আমার’ নামের এক অতি জনপ্রিয় গান শুনতে পাওয়া গিয়েছিল। সম্প্রতি নেটিজেনরা খেয়াল করেন অজয় দেবগনের আগামী ছবি ‘ভূজ’ যা ভারতের স্বাধীনতা দিবসের সময় রিলিজ করবে, সেই সিনেমার ‘মেরা দেশ’ নামের একটি গান একই রকম সুরের।

পুনরায় একই রকম গানের সুর নিয়ে তৈরি দুটি গানের জন্য সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে । তবে এবার বলিউডের গান থেকে টলিউডের গান নয় বরং বিখ্যাত অভিনেতা অজয় দেবগনের বিরুদ্ধে টলিউডের গান কপি করার অভিযোগ এসেছে ।উল্লেখ্য টলিউডের সুপারস্টার জিৎ 2019 সালে ‘শেষ থেকে শুরু’ নামক একটি সিনেমায় অভিনয় করেছিলেন।

এই সিনেমার একটি জনপ্রিয় গান হল ‘আল্লাহ আমার’। এরপরই অজয় দেবগন বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি জিতের সিনেমার গান নকল করেছেন। কিন্তু বাস্তবে এটা সত্যি না। আসলে ‘শেষ থেকে শুরু’ এবং ‘ভূজ’ দুটো সিনেমারই সঙ্গীত পরিচালক হলেন অর্কপ্রভ মুখার্জি। বাস্তবে এই গানের সুর নকল নয় বরং অর্ক নিজের তৈরি করা এই সুরটি টলিউড এবং বলিউড দুজায়গাতেই ব্যবহার করেছেন।

সম্প্রতি নেটিজেনরা খেয়াল করেন অজয় দেবগনের আগামী ছবি ‘ভূজ’ যা ভারতের স্বাধীনতা দিবসের সময় রিলিজ করবে, সেই সিনেমার ‘মেরা দেশ’ নামের একটি গান একই রকম সুরের।এর পরেই অজয় দেবগন জিতের সিনেমার গান নকল করেছেন এই অভিযোগে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া।তবে বাস্তবে কিন্তু ঘটনা তা নয়।

আসলে ‘শেষ থেকে শুরু’ এবং ‘ভূজ’ দুটো সিনেমারই সঙ্গীত পরিচালক অর্কপ্রভ মুখার্জি। তাই গানের সুর আসলে নকল নয় বরং অর্ক নিজের তৈরি করা গানের সুর টলিউড এবং বলিউড দু জায়গাতেই ব্যবহার করেছেন। সুতরাং জিৎ এবং অজয়ের ছবির ‘সূত্রধর’

অর্কপ্রভর কথা নেটিজেনদের না জানার ফলে এই বিতর্কের সৃষ্টি হয়েছে। ক্ষোভের মুখে পড়তে হয়েছে অজয় দেবগণকে। যদিও এখনও পর্যন্ত জিৎ কিংবা অজয়, কোনও পক্ষের তরফেই এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Check Also

আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

আজকাল আজব কত কিছুই ঘটছে এই দুনিয়ায়। সেরকমই একটা ঘটনা যা ভারতের মত জায়গায় শুনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *