Breaking News

বাঘের মাথা ওয়ালা পোষাক পড়ে নকল বাঘ সেজে কুকুরের সামনে যেতেই ভয়ে ব্যাপক দৌড়, যুবকের প্রাঙ্ক ভিডিও তুমুল ভাইরাল!

আজকে আমরা এমন একটি ভাইরাল ভিডিওর কথা বলব । যা আগে কখনো আপনার দেখেননি আর শুনেন নি। ভিডিওটি এমন একটি ভিন্নধর্মী ভিডিও। গ্রামের কিছু দুষ্টু ছেলারা মজার ছলে বাঘের নকল পোশাক পড়ে এটিকে ভয় দেখাল। এমন দৃশ্য ভিডিও করে ইন্টারনেটের তুমুল ভাইরাল হলো। কুকুরগুলো নকল বাঘ দেখে প্রাণপণে দৌড়ে পালালো। কুকুরটি যেন মনে মনে বলে উঠল এ কী রে ভাই?

ভারতের একটি গ্রামে কিছু দুষ্টু ছেলেরা বাঘের নকল পোশাক পড়ে। কুকুরকে ভয় দেখাল। নকল পোশাক পড়ে কুকুরের পিছন থেকে এভাবে দেয়ে আসলো যাতে মনে হচ্ছে বনের বাঘ তাদের সামনে এসে তেড়ে এসে পড়েছে। নকল বাঘের আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে গেল কুকুররা। যুবক গুলো ক্লান্ত হয়নি তারা কুকুরগুলোকে এভাবেই বিরক্ত করতে লাগলো। তারা যেন হাল না ছাড়ার পাত্র।

তারা কুকুরটির সাথে প্রাঙ্ক করতে লাগলো। যেন ভয় পেয়ে পালিয়ে যায়। তারা এতটাই দুষ্টু যে এই বোবা প্রাণীকেও ছাড়লো না। তারা কুকুরটি সাথে মজা করতে লাগলো। তারা বাঘের পোশাক পড়ে গ্রামের মাঝে হাঁটতে লাগলো এবং যেখানেই কুকুর দেখতে পাচ্ছে কুকুরের সাথে মজা করছে। কুকুর রা এ এই নকল বাঘ দেখে মজা করা তো দূরে থাক তারা ভয়ে কাঁপছে। তারা ভয়ে এলাকা ছেড়ে দৌড়ে পালাচ্ছে।

গ্রামের ছেলেরা নকল বাঘের পোশাক পড়ে যেখানেই কুকুর দেখতে পাচ্ছে তাদের সাথে মজা করেই যাচ্ছে। এই মজার ভিডিও একজন একজন ইন্টারনেটে দেওয়ার সাথে সাথে ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে। ছেলেগুলো এতটাই দুষ্টু যে নকল বাঘের পোশাক পরে গ্রামের ছোট ছেলেমেয়েদের কেউ ভয় দেখাচ্ছে। তাদের এরকম আচরণে গ্রামের কুকুরসহ ছোট ছেলে মেয়েরাও ভয় পাচ্ছে। তারা এই ভয় পাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করে ইন্টারনেটে ভাইরাল করেছে।

বাঘের নকল পোশাক পড়ে কুকুরদের সামনে এমনভাবে আচরণ করছে যে কুকুর ঘেউ ঘেউ করে উঠছে। একসময় নকল বাঘ কে দুটো কুকুর এমন ভাবে ধাওয়া দিয়েছে যে নকল বাঘটি পালাতে বাধ্য হয়েছে। কুকুরের ধাওয়া খেয়েও দুষ্টু ছেলের দল দম হারায় নি বরং আবারো নকল পোশাক পড়ে কুকুরদের পিছন থেকে তাদের সাথে মজা নিচ্ছে। ফেলছে তাদের বিব্রতকর অবস্থায়। তারা বোবা প্রাণী হলেও তারা ভয় পায়। তাদেরও আছে আতঙ্ক। ভিডিওটি দেখে আপনার মজা পাবেন। আপনারও হাসিতে ফেটে পড়বেন।

Check Also

জনপ্রিয় হিন্দি গানের সাথে কোমরে গেঞ্জি বেধে ছাদের উপরে ব্যাপক নাচলেন সুন্দরী যুবতী, তুমুল ভাইরাল ভিডিও!!

নিজস্ব প্রতিবেদন: সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের আধুনিক জীবনে এক নতুন বাস্তবতা। গ্রামের চায়ের দোকানে মানুষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *