ক্রিকেটারদের স্ত্রী-রা ওয়াশরুমে গিয়ে কোকেন নিচ্ছিলেন’ কেকেআর-এর পা’র্টি নিয়ে বি’স্ফোরক দাবি শার্লিন চোপড়ার। KKR-এর পা’র্টিতে চলে মা’দক সেবন, ম্যাচের পরে ড্রা’গ নিয়েছিলেন কারা? বি’স্ফোরক মন্তব্য শার্লিন চোপড়ার! কলকাতায় কেকেআরের ম্যাচের পরে ড্রা’গ নিয়েছিলেন ক্রিকেটারদের স্ত্রীরা।
বলিউড ও ক্রিকেটের মা’দক যোগ নিয়ে বি’স্ফোরক শার্লিন চোপড়া! একটি ম্যাচের পরে তিনি কী দেখেছিলেন ভিডিওর মাধ্যমে তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন অভিনেত্রী। আরব সাগরের তীরে বিস্ফোরণের রেশ এবার এসে পড়ল গঙ্গাপাড়েও! কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের পর পা’র্টি নিয়ে বি’স্ফোরক অভিযোগ করলেন শার্লিন চোপড়া!
বলিউডের সঙ্গে টেনে আনলেন ক্রিকেটকেও! তাঁর দাবি, শাহরুখের ঘনিষ্ঠ আলি সুরানি, করিম সুরানি আমাকে লাইভ ম্যাচ দেখার জন্য ইনভাইট করেছিলেন, কেকেআর-এর জয়ের পর পা’র্টি, শাহরুখ, তাঁর স্ত্রী উপস্থিত ছিলেন পা’র্টিতে, আরও অনেকে ছিলেন শাহরুখ ঘনিষ্ঠ, ক্রিকেটাররা, তাঁদের বান্ধবীরা ছিলেন পা’র্টিতে, SRK, তাঁর ঘনিষ্ঠরা ছিলেন।
শাহরুখ-পুত্র আরিয়ান খান (Aryan Khan)-কে নিয়ে এই মুহূর্তে সরগরম মুম্বই ইন্ডাস্ট্রি। এর মধ্যেই শার্লিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গত বছরের একটি ইন্টারভিউ-এর ভিডিও ক্লিপ। সেখানে শার্লিনকে বলতে শোনা যাচ্ছে, শাহরুখের মালিকানাধীন আইপিএল টিম ‘কলকাতা নাইট রাইডার্স’-এর আফটার ম্যাচ পা’র্টিতে বাথরুমে মা’দক সেবন করার কথা।
বলিউড তারকা ও ক্রিকেটারদের পাশাপাশি তাঁদের স্ত্রীরাও মা’দক সেবন করেন বলে অভিযোগ তুলেছেন শার্লিন। তিনি জানিয়েছেন, একবার কলকাতায় কেকেআর-এর ম্যাচ দেখতে এসেছিলেন তিনি। ম্যাচ শেষে পা’র্টিতে তাঁর আমন্ত্রণ ছিল। পা’র্টিতে গিয়ে শার্লিন ক্রিকেটার ও সেলিব্রিটিদের সঙ্গে ‘দম মারো দম’ গানের সাথে নেচেছিলেন।
নাচ করার কারণে ঘেমে গিয়েছিলেন শার্লিন। ফলে তিনি ফ্রেশ হওয়ার জন্য লেডিস ওয়াশরুমে গিয়েছিলেন। কিন্তু ওয়াশরুমের দরজা ঠেলে খুলতেই তিনি সুপারস্টারদের স্ত্রীদের কোকেন সেবন করতে দেখেন।
কলকাতা নাইট রাইডার্স শিবিরে অশান্তির আঁচ। অধিনায়ক ইয়ন মর্গ্যানকে নিয়ে প্রশ্ন তুললেন কুলদীপ যাদব। হঠাৎই বি’স্ফোরক দলের এই স্পিনার। এ বারের আইপিএল-এ একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি কুলদীপ। জানেনও না, আদৌ দ্বিতীয় পর্বে সুযোগ পাবেন কিনা।
এই নিয়ে মুম্বইয়ের সঙ্গে শেষ ১২ বারের সাক্ষাতে ১১ বারই হারল কলকাতা। কিন্তু দলের ক্যারিবিয়ান মহাতারকা আন্দ্রে রাসেল (Andre Russell) কিং খানের বক্তব্যের সঙ্গে পুরোপুরি সহমত হতে পারলেন না। মুম্বইকে ১৫২ রানে বেঁধে রাখার অন্যতম কারিগর ছিলেন ড্রে রাস। মাত্র ২ ওভার বল করে ১৫ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে আইপিএল ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে পাঁচ উইকেট নেন তিনি।
দেখুন ভিডিওঃ
शाहरुख़ की KKR वाली पार्टी के बारे में, मैं ने ये इंटरव्यू पिछले साल दिया था..https://t.co/WMNTfeyy7A pic.twitter.com/5JTV3dNncz
— Sherlyn Chopra 🇮🇳 (@SherlynChopra) October 4, 2021