Breaking News

রানীমার খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন দিতিপ্রিয়া, হট লুকে ঝড় তুলছেন অভিনেত্রী, ভাইরাল

নিজস্ব প্রতিবেদন: জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রানী রাসমণি’-তে রানী রাসমণির সাজে টানা কয়েক বছর অভিনয় করেছেন দিতিপ্রিয়া। রানীমার তিরোধানের পর শুরু হয়েছে উত্তর পর্ব। ফলে ফুরিয়েছে দিতিপ্রিয়ার ট্র্যাক। সুতরাং তিনি আবার ধীরে ধীরে নিজের খোলনলচে পাল্টে নিচ্ছেন। সম্প্রতি ক্রপ টপ ও পালাজোয় একটি ইন্সটাগ্রাম রিল তৈরি করে শেয়ার করেছেন দিতিপ্রিয়া।

দিতিপ্রিয়ার শেয়ার করা ইন্সটাগ্রাম রিলে কালো রঙের পালাজো ও কালো রঙের ক্রপ টপ পরে দেখা যাচ্ছে দিতিপ্রিয়াকে। কানে ছোট স্টাড ও হাতে আংটি ছাড়া আর কোনও জুয়েলারি পরেননি দিতিপ্রিয়া। ক্রপ টপের মাধ্যমে দিতিপ্রিয়ার কোমরের বেশ কিছুটা অংশ অনাবৃত রয়েছে। ইন্সটাগ্রাম রিলটি শেয়ার করে দিতিপ্রিয়া ক্যাপশন দিয়ে লিখেছেন, আকাশের তারার মতো তাঁর চোখের তারারাও উজ্জ্বল।

শোনা যাচ্ছে, একটি নামকরা প্রযোজনা সংস্থার মাধ্যমে ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন দিতিপ্রিয়া। ইতিমধ্যেই নাকি ওয়েব সিরিজটির শুট হয়ে গেছে। ওয়েব সিরিজে দিতিপ্রিয়ার বিপরীতে রয়েছেন বিক্রম (bikram chatterjee)। তবে দিতিপ্রিয়া এখনও এই বিষয়ে মুখ খোলেননি।

‘করুণাময়ী রানী রাসমণি’-তে দিতিপ্রিয়া প্রথমে এসেছিলেন শুধুমাত্র রানীর শৈশবের চরিত্রে অভিনয়ের জন্য। কিন্তু দিতিপ্রিয়াকেই দর্শকদের পছন্দ ছিল রানী রাসমণি হিসাবে। ফলে রানী রাসমণির মুখ পরিবর্তন না করে দিতিপ্রিয়াকেই বিভিন্ন লুকে রানীমার বিভিন্ন বয়সে নিয়ে আসা হয়। এই মুহূর্তে স্পোর্টস সম্পর্কিত একটি ফিল্ম নিয়ে পাভেলের সঙ্গে দিতিপ্রিয়ার কথাবার্তা চলছে।

অপরদিকে দিতিপ্রিয়াকে দেখা যাবে দিয়া অন্নপূর্ণা ঘোষ (Diya Annapurna Ghosh) পরিচালিত ফিল্ম ‘বব বিশ্বাস’-এ বব বিশ্বাসের মেয়ের বান্ধবীর চরিত্রে। দিতিপ্রিয়া জানিয়েছেন চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও কয়েকটি ফিল্মের অফার রয়েছে দিতিপ্রিয়ার হাতে। পড়াশোনা ও অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ দিতিপ্রিয়া (Ditipriya Roy)

। মাঝে মধ্যেই নিত্যনতুন ছবি ও ভিডিও পোস্ট করে তাক লাগিয়ে দেন দিতিপ্রিয়া। সম্প্রতি কিছুদিন আগেও তাঁর লাভ লাইফ নিয়ে চর্চা রীতিমতো তুঙ্গে উঠেছিল। শোনা যাচ্ছিল অভিনেতা বিশ্ব বসুর (BiswaBasu) সঙ্গে তিনি প্রেম করছেন। তবে, দিতিপ্রিয়া পরিষ্কার জানান যে এ ব্যাপারটা পুরোপুরি গুজব। সম্প্রতি দিতিপ্রিয়া র এই হট লুকের ছবি ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিস্তারিত ভিডিওতে দেখুনঃ

Check Also

বৃষ্টির সময় ছাদে টিপ টিপ বর্সা পানি গানের সাথে অস্থির নাচ তরুণীর, এ যেন এক দারুন কম্বিনেশন, তুুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: প্রতিভা কে না দেখাতে চায়। আমাদের দেশের গ্রামে গঞ্জে নাচ গান আবৃত্তি সহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *