Breaking News

কমে আসলো সর্বজয়ার TRP, এগিয়ে এল যমুনা ঢাকি! দেখুন TRP মূল তালিকা:

‘চলছেনা দেবশ্রী রায়ের ম্যাজিক’! আরো কমলো ‘সর্বজয়ার TRP, ভুল ঢাক বাজিয়েও তৃতীয় ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের টিআরপি বেশ খানিকটা তলানিতে। গত সপ্তাহের পর এসপ্তাহেও এখনও ১৫+ টিআরপি তালিকা প্রকাশিত হয়নি, তবে ২+ টিআরপি তালিকা সামনে এসেছে।

সেই তালিকাতে স্পষ্টই দেখা যাচ্ছে সব ধারাবাহিকেরই নম্বর কমেছে। তবে সেরার সিংহাসন থেকে মিঠাই রানিকে টলানোর সাধ্যি কারুর নেই। এবারও ১০.৬ টিআরপি নিয়ে প্রথম জি বাংলার এই সিরিয়াল। সিদ্ধার্থ-মিঠাইয়ের বিয়ের আনন্দে টিভির পর্দা থেকে চোখ সরাননি ভক্তরা।

বৃহস্পতিবার মানেই বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা প্রকাশের দিন। তবে পুজো মরশুমের সঙ্গে আইপিএল এর জন্য এবার সব ধারাবাহিকেরই টিআরপি কমেছে বেশ খানিকটা গত সপ্তাহের তুলনায়। তবে প্রত্যাশিতভাবেই বিগত বেশ কয়েক সপ্তাহের মত এবারও টিআরপি তালিকায় সর্বোচ্চ স্থানটি দখল করে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’।

যা আবারো প্রমাণ করে দিল সিদ্ধার্থ এবং মিঠাইয়ের বিয়ের দৃশ্য দেখতে মুহূর্তের জন্য দর্শকরা টিভির পর্দা থেকে চোখ সরাননি।

এক নজরে দেখুন সেরা দশের তালিকা: মিঠাই- ১০.৬ (প্রথম), যমুনা ঢাকি- ৭.৯ (দ্বিতীয়), উমা- ৭.৬ (তৃতীয়), করুণাময়ী রানি রাসমণি- ৭.৬ (তৃতীয়), অপরাজিতা অপু- ৭.১ (চতুর্থ), ধুলোকণা- ৭.০ (পঞ্চম), খড়কুটো- ৭.০ (পঞ্চম), সর্বজয়া- ৬.৮ (ষষ্ঠ), মন ফাগুন- ৬.৭ (সপ্তম), এই পথ যদি না শেষ হয়- ৬.৩ (অষ্টম), গঙ্গারাম- ৬.২ (নবম), শ্রীময়ী- ৫.৮ (দশম), কৃষ্ণকলি- ৫.৮ (দশম)

Check Also

স্ত্রীকে বেশি ঘুমাতে দিন, তাতে আপনারই মঙ্গল! কেন জেনে নিন

সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না ঘরে ঢুকে পড়েন আপনার স্ত্রী! বেড টি নিয়ে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *