Breaking News

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কয়েক দিনের মধ্যেই ব্যপক আঘাত হানবে জানুন বিস্তারিত আপডেট!

নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণিঝড় খুবই ভয়ানক একটি নাম এই নাম শুনলে যে কারোরই মনে ভয় চলে আসে। গেল 27 তারিখ দুই বাংলায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় যশ ও তাওয়াকতে । ঘূর্ণিঝড় তাওয়াকতে তাণ্ডবে কিন্তু প্রাণ গেল অন্ততপক্ষে 21 জনের । যদিও ঘূর্ণিঝড় তাওয়াকতে স্থলভাগের প্রবেশ করে শক্তি কিন্তু এবার হারাতে শুরু করেছে । তবে এখনো প্রবল ঝড়ের দাপটে কাঁপছে গুজরাট থেকে মহারাষ্ট্র আর তাওয়াক্তের তান্ডব এ পর্যন্ত মহারাষ্ট্রের 6 জন কেরালাতে সাতজন আর কর্নাটকে অন্ততপক্ষে 8 জনের মৃত্যুর খবর জানিয়েছে প্রশাসন।

ধ্বংসলীলা শেষ হয়নি এখনো চলছে গত কাল রাত্রির আটটা থেকে শুরু হয়েছিল আর এই অতি প্রবল সাইক্লোন তাওয়াকতে নাম টি দিয়েছিল মায়ানমার। গতকাল সোমবার রাতে গুজরাট উপকূলে ঘণ্টায় প্রায় 180 কিলোমিটার বেগে আছড়ে পড়ে তার প্রভাবে প্রচুর বাড়িঘর ভেঙ্গে পড়েছে উপরে গিয়েছে প্রচুর গাছ আর গত কাল মহারাষ্ট্র গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

গত কয়েক দশকের মধ্যে পশ্চিম উপকূলের সবথেকে বড় সাইক্লোন কিন্তু গতকাল রাত আটটা নাগাদ গুজরাট উপকূলে আছড়ে পড়ে। তারপর থেকে তার শক্তি একটু করে পৌঁছে মহারাষ্ট্র ছয়জনের মৃত্যু ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন আর কর্নাটকের সাধারণত 121 টি গ্রাম অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে । প্রায় দেড় হাজার বাড়ি ক্ষতিগ্রস্থ আটকে পড়েছে একাধিকবার থেকে এখানকার নেতাকর্মীদের উদ্ধার করতে শুরু করেছে ভারতীয় নৌসেনার।

নৌ সেনাদের জাহাজ ইতিমধ্যেই 144 জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে প্রায় 2 লক্ষ মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই সঙ্গে কোভিড পেশেন্টের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য সরকার বিদ্যুতের ব্যবস্থা চালু রাখা সহ সব রকম ব্যবস্থা করেছে । এবং সেই ঝড়ের তান্ডব এর ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি। প্রতি মুহূর্তে শুধু নয় এটা গতকাল আজ সকাল এবং সমস্ত ফুটেজ এসেছে আপনারা দেখতে পাচ্ছেন।

এই সম্পূর্ণ ভিডিওটি মূলত ঘূর্ণিঝড় যশ বা ইয়াস এবং তাওয়াকতে নিয়ে আলোচনা করা হয়েছে। যদিও এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে বাংলাদেশে আসতে পারেনি। খুব সুন্দর ভাবে এই ঘূর্ণিঝড়গুলোর ক্ষতি দেখানো হয়েছে। অনেক মানুষের প্রাণহানি ও হয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে। আপনিও চাইলে এই ভিডিওটিতে যে দেখে আসতে পারেন। নিচে লিংক সহ দেওয়া হল। বিস্তারিত আরও আপডেট জানতে হলে নিচের লিঙ্কটিতে যে দেখে আসতে পারেনে।

Check Also

আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

আজকাল আজব কত কিছুই ঘটছে এই দুনিয়ায়। সেরকমই একটা ঘটনা যা ভারতের মত জায়গায় শুনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *