Breaking News

গাঁজা যে মাদকদ্রব্য, সেটা আগে জানতাম নাতো- জানালেন অনন্যা পান্ডের

হোয়াটসঅ্যাপে আরিয়ান খান চেয়েছিলেন নেশাজাতীয় কিছু দেয়া যাবে কি? অনন্য পাণ্ডেও জবাব দিয়েছিলেন ‘আই উইল রেইজ’, যার ভাবার্থ দাঁড়ায়, বিষয়টি দেখছি। মূলত এই হোয়াটসঅ্যাপ কথোপকথনের জন্যই গতকাল ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন বলিউড নায়িকা অনন্য পাণ্ডে। সেখানে বলেছিলেন,

নিছকই মজা করে কথাগুলো বলেছিলেন তিনি, সেটিও এক বছর আগে। সেইসঙ্গে যেকোনো প্রকার অবৈধ মাদক আদানপ্রদানের অভিযোগও অস্বীকার করেছিলেন তিনি। একের পর এক জামিনের আবেদন নামঞ্জুর হচ্ছে। আরিয়ান খান (Aryan Khan)-এর কঠিন সময়ে তাঁর হোয়্যাটসঅ্যাপ চ্যাট নিয়েও চলছে তোলপাড়।

আরিয়ান সংক্রান্ত কেসে চাঙ্কি পান্ডে (Chunky Pandey)-এর কন্যা ও অভিনেত্রী অনন‍্যা পান্ডে (Ananya Pandey)-কে বৃহস্পতিবার এনসিবি দপ্তরে তলব করা হয়েছিল। চাঙ্কিকে নিয়ে সপ্রতিভ ভাবেই অনন্যা এনসিবি দপ্তরে এসেছিলেন। এনসিবি-র মুম্বই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) জেরা করেছেন অনন্যাকে।

আরিয়ানের মোবাইল চ্যাট থেকে উঠে এসেছে অনন্যার নাম। এনসিবি-র তরফে জিজ্ঞাসাবাদের সময় এই চ্যাটের কথাও উঠে আসে। আরিয়ানের সঙ্গে গ্রেফতার হওয়া ব্যক্তিদের অনন্যা চেনেন কিনা, তা তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে। দুই ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অনন্যাকে। আরিয়ান ও অনন্যার হোয়্যাটসঅ্যাপ চ্যাট অনুসারে তাঁরা নাকি মাদক নিয়ে কথা বলেছেন।

শৈশবের বন্ধু আরিয়ান ও অনন্যা মজার ছলে কথা বলেছিলেন। অনন্যা একটি মজার কথা বলেছিলেন। তার প্রত্যুত্তরে আরিয়ান বলেছিলেন, এবার তাঁকে গাঁজা খেতে হবে, অনন্যাই যেন গাঁজার ব্যবস্থা করে দেন। অনন্যা মজা করে বলেছিলেন, তিনি গাঁজার ব্যবস্থা করে দেবেন।

সেই জিজ্ঞাসাবাদেই অনন্যা জানান, কেবল সিগারেট নিয়ে কথা হয়েছিল, গাঁজা নয়। আর গাঁজা যে কোনো প্রকার মাদক, সে কথাই জানতাম না! এদিকে এনসিবি অবশ্য বলেছে, নিয়মিতই বিভিন্ন মাদক নিয়ে আরিয়ানের সঙ্গে কথা বলতেন অনন্যা।

Check Also

আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

আজকাল আজব কত কিছুই ঘটছে এই দুনিয়ায়। সেরকমই একটা ঘটনা যা ভারতের মত জায়গায় শুনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *