Breaking News

ঘোড়ার দৌড় পরিচিত হলেও উটের দৌড় সবার কছে পরিচিত নয়, আরবের ধনী দেশ গুলোতে হয় উটের দৌড় প্রতিযোগিতা, দেখুন ভিডিওতে।

নিজস্ব প্রতিবেদন: আমাদের দেশের সচরাচর বিভিন্ন এলাকার ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হলেও আমরা কখনও উটের দৌড় প্রতিযোগিতা দেখিনি বা শুনিনি। কেননা আমাদের দেশে উট সচরাচর নেই । কিন্তু আরবীয় দেশগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন উটের দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে। ওই দেশের সরকার প্রত্যেক বছর উটের দৌড় এর একটি প্রতিযোগিতা আয়োজন করে থাকে। আরব আমিরাতের দেশগুলোতে ঐতিহ্যবাহী বাৎসরিক খেলাধুলার মধ্যে অন্যতম উটের দৌড়। আজকে আমরা উটের দৌড় প্রতিযোগিতা সম্পর্কে জানব।

আজকের ভিডিওটিতে একটি উটের দৌড় প্রতিযোগিতার চিত্র ধারণ করা হয়েছে। আমাদের দেশের ঐতিহ্যবাহী খেলা গুলোর মধ্যে যেমন একটি হচ্ছে ঘোড়ার দৌড় তেমনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ঐতিহ্যবাহী জেলাগুলোর মধ্যে একটি হচ্ছে উটের দৌড়। ওই দেশের সরকার প্রতিবছর এই প্রতিযোগিতা আয়োজন করার পেছনে অনেক টাকা খরচ করে থাকে। আমাদের দেশের এই ধরনের খেলা গুলো সরকারিভাবে না হলেও বিভিন্ন অঞ্চলে অঞ্চলভিত্তিক খেলাগুলোর আয়োজন করা হয়ে থাকে।

সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা বিলাসিতায় অভ্যস্ত এবং নিজেদেরকে আধুনিকতার সমস্ত সুবিধা দিয়ে ঘিরে রেখেছে, যখন তারা তাদের শিকড়ের কথা ভুলে যায় না। সুতরাং, নিজেদের এবং দুবাইয়ের আমিরদের অতিথিদের জন্য, তার অধিবাসীরা চরমপন্থী অতীত থেকে যাত্রা শুরু করে যা আরবীয় খালেদার সাংস্কৃতিক ঐতিহ্যকে নিবেদিত। এই আল মরমুম উত্সব, যার সময় বিখ্যাত উট ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়।

প্রতিবছর এই উটের দৌড় প্রতিযোগিতা দেখতে নানান দেশ থেকে দর্শকরা ভিড় করে আরব আমিরাতের দেশগুলোর মধ্যে। লক্ষ লক্ষ দর্শকের ভিড় হয় এই অনুষ্ঠানটিতে। বিজয়ীদের জন্য রাখা হয় বিশেষ পুরস্কার। সৌদি আরবের প্রতিবছর উট সুন্দরী নামে একটি উটের দৌড় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উটের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান গুলোর মধ্যে এই অনুষ্ঠানকে অনেক জনপ্রিয়। অনুষ্ঠানটিতে যত অর্থ ব্যয় করা হয় আর অন্য কোন অনুষ্ঠানে এত অর্থ ব্যয় করা হয় না। অনুষ্ঠানটিতে বিজয়ীদের জন্য 5.7 কোটি ডলার।

উটের দৌড় প্রতিযোগিতা গুলো দেখতে প্রায় ঘোড়ার দৌড় প্রতিযোগিতার মত। নির্দেশের সময় সারিবদ্ধ ভাবে প্রতিযোগী উটগুলোকে একটি লাইনে দাঁড় করানো হয়। উট গুলোকে পরিচালনা করার জন্য একজন জকি থাকে। তবে বর্তমানে কিছু কিছু উট দৌড় প্রতিযোগিতা উটের জকি ছাড়াই হয়ে থাকে। এর জন্য প্রয়োজন উটগুলোকে ভালো প্রশিক্ষণ দেওয়া। প্রশিক্ষণ ছাড়া উট গুলো জকি ছাড়া নির্দিষ্ট পথে দৌড়ায় না। যার জন্য প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ।

তারপর নির্দিষ্ট সময়ে উটগুলোর সামনের রশি কেটে দেওয়া হয় এবং উট গুলো দৌড়তে শুরু করে। দৌড়ের জন্য স্থান নির্ধারণ করা হয় মরুভূমির মধ্যে। মরুভূমির মধ্যে যেখানে রাস্তা রয়েছে এর দুই পাশ দিয়ে লম্বা বেড়া দেওয়া থাকে। এবং উট গুলো দৌড়তে শুরু করলে উটের মালিকগণ এবং পরিচালকরা গাড়ি নিয়ে তাদের পেছনে ছুটতে থাকে। তারপর নির্দিষ্ট স্থান অতিক্রম করার পর বিজয়ী উটগুলোকে নির্ধারণ করা হয়। তারপর উটের মালিকদেরকে পুরস্কার দেওয়া হয়।

বিস্তারিত ভিডিওতে দেখুনঃ

Check Also

জনপ্রিয় হিন্দি গানের সাথে কোমরে গেঞ্জি বেধে ছাদের উপরে ব্যাপক নাচলেন সুন্দরী যুবতী, তুমুল ভাইরাল ভিডিও!!

নিজস্ব প্রতিবেদন: সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের আধুনিক জীবনে এক নতুন বাস্তবতা। গ্রামের চায়ের দোকানে মানুষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *