Breaking News

বন্যার পানিতে বড় বড় মাছ এসে পানি কমতেই আটকে গেল জমিতে, ঝির ঝির পানি থেকে মাছ গুলো ধরল যুবক, ব্যাপক ভাইরাল ভিডিও।

নিজস্ব প্রতিবেদন: আমরা অনেকেই মাছ ধরতে পছন্দ করে। আবার অনেকে মাছ ধরা দেখতে পছন্দ করি। বর্তমানে ইউটিউব কিংবা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সচরাচরই বিভিন্ন ভাবে মাছ ধরার ভিডিও ভাইরাল হয়ে থাকে। আমরা খুব সহজেই দেখতে পারি। আর বাঙালি হয়ে মাছ ধরতে পারে না এমন মানুষ খুব কমই আছে। বাঙালি জাতির সাথে মাছ ওতপ্রোতভাবে জড়িত। মাছ ছাড়া বাঙ্গালীদের যেমন একটা দিনও চলে না তেমনি গ্রামে বসবাসকারী বাঙালিরা মাছ ধরা ছাড়া একটা দিনও চলে না। দিনের একটা অংশ মাছ ধরার মাধ্যমে কাটিয়ে দেয় গ্রামে বসবাসকারী বাঙালিরা।

মাছ ধরা যেমন একদিক দিয়ে আনন্দ দেয় তেমনি পারিবারিক মাছের চাহিদা টাও খুব সহজে মিটে যায়। তবে যাদের বাড়ির আশেপাশে বিভিন্ন নদ নদী বা খাল-বিল রয়েছে তারাই মাছ ধরার আনন্দটা সবসময় করতে পারে। গ্রামের এই খাল-বিল নদীগুলোতে মাছ ধরতে বিভিন্ন রকম দেশীয় সরঞ্জাম ব্যবহার করা হয়। তবে বর্তমানে প্রযুক্তির অগ্রগতির ফলে এই মাছ ধরার সরঞ্জাম গুলো বিভিন্নভাবে উন্নত হয়ে যাচ্ছে। যেগুলো ব্যবহারের ফলে খুব সহজেই অল্প সময়ে বেশি মাছ ধরা সম্ভব।

তবে বর্তমানে অনেক মানুষ আছে যারা শখের বসে মাছ ধরে। বিশেষ করে যারা শহরে বসবাস করে তারা মাঝেমধ্যে বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে নদী কিংবা খাল বিলের ধারে মাঝেমধ্যে মাছ ধরতে যায়। অনেক সময় শহর এলাকায় নদ-নদী খাল-বিল এর অভাবে শখের বশেও মাছ ধরাটাও সম্ভব হয়ে ওঠেনা। কেননা শহরাঞ্চলে খাল-বিল সচরাচর পাওয়া যায় না।তবে গ্রাম অঞ্চলগুলোতে মাছ ধরার প্রচুর পরিমাণে জায়গা পাওয়া যায়। যার মাধ্যমে চাইলেই যেকোনো সময় বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে মাছ ধরা সম্ভব।

আজকের এই ভিডিওটিতে একটি ছেলের মাছ ধরার চিত্র ধারণ করা হয়েছে। যা নেট দুনিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। পৃথিবীতে একটি ছেলে একটি ব্যাগ নিয়ে হাওরে যায় মাছ ধরার জন্য। সেখানে কিছু উঁচু স্থানে অল্প পরিমাণে পানি আটকে থাকে। এবং সে গিয়ে দেখতে পারি অল্প পরিমাণে পানি গুলোর মধ্যে বিভিন্ন দেশীয় মাছ আটকে আছে। এবং সে একটি একটি করে মাছগুলো ধরে তার ব্যাগে করে নিয়ে যায়। মাছগুলো সাধারণত বন্যার পানির সাথে উপরে উঠে যায়।

বন্যার সময় যখন আস্তে আস্তে পানি উঁচু স্থানে উঠে যায় তখন পানির সাথে বিভিন্ন মাছও উপরে উঠে যায়। এবং বৃষ্টি কমলে যখন বন্যার পানি আস্তে আস্তে নিচে যেতে শুরু করে তখন কিছু পানি রাস্তা না পেয়ে উঁচু স্থানেই আটকে থাকে। সেই প্রাণীর সাথে কিছু মাছ রাস্তা না পেয়ে নিচে নামতে না পেরে উপরে আটকে পড়ে। এবং সেই সময় খুব সহজেই অল্প পানিতে এই মাছগুলো ধরা যায়। শুধুমাত্র আমরা যারা এলাকাতে বসবাস করে তারা মাঝেমধ্যে বন্যা হলে এই পদ্ধতিতে মাছ ধরতে পারি।

বর্তমানে ইউটিউব কিংবা বিভিন্ন গণমাধ্যম এর মাধ্যমে এই ভিডিওগুলো খুব সহজে ছড়িয়ে পড়ে এবং প্রচুর পরিমাণে ভাইরাল হয়। ঠিক তেমনি আজকের এই ভিডিওটিতে মাছ ধরার যে চিত্র ধারণ করা হয়েছে তা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়। আমরা সকলেই জানি মাছ ধরতে বিভিন্ন সরঞ্জাম এবং পরিশ্রম করতে হয়। কিন্তু এই ভিডিওটিতে ছেলেটি কোন সরঞ্জাম ছাড়া এবং অল্প পরিশ্রমে খুব কম সময়ে অনেকগুলো মাছ ধরে ফেলে। আপনারা যারা মাছ ধরতে এবং মাছ ধরা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন।

ভিডিওটিতে নিজহাতে মাছ ধরার আনন্দটা উপভোগ করতে পারবেন। আমরা সচরাচর ইন্টারনেটের মাছ ধরার যে ভিডিওগুলো দেখে থাকি সেগুলো বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আজকের এই ভিডিওটিতে কোন সরঞ্জাম ছাড়াই মাছ ধরার কৌশল দেখানো হয়েছে। অল্প পানিতে মাছ থাকলে যে খুব সহজেই ধরা যায় তা কিন্তু নয়। এর জন্য প্রয়োজন হাতের কৌশল। আমরা চাইলেই সকলে পারবোনা। তবে যারা সচরাচর মাছ ধরে তারা অবশ্যই এই পদ্ধতিতে খুব সহজেই মাছ ধরতে পারবে।

বিস্তারিত ভিডিওতে দেখুনঃ

Check Also

দারুন কায়দায় ডোবায় কোচ মারতেই লেগে যাচ্ছে বড় রাগব বোয়াল, জেলের অভিনব মাছ ধরার ভিডিও তুমুল ভাইরাল।

নিজস্ব প্রতিবেদন: গ্রাম্য পরিবেশে মাছ ধরতে কার না ভালো লাগে। যদি হাটতে গিয়ে মাছ পাওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *