Breaking News

সাগরের জোয়ারের সময় পুরো উপকূলীয় এলাকা তলিয়ে যায় ঢেউয়ের নিচে, জোয়ারের সময় করা ভিডিওটি তুমুল ভাইরাল!

নিজস্ব প্রতিবেদন: সাগর উপকূলীয় অঞ্চলে জোয়ার-ভাটা একটি সাধারণ বিষয়। সাগরে জোয়ার ভাটা লেগে থাকে। কখন যে সাগরে জোয়ার হবে কখন ভাটা হবে তা কেউ জানে না। ভাটার সময় দেখা যায় সাগরে পানি নেই, পানি থাকলেও তা অনেক দূরে দেখা যায় ।তখন সাগর থাকে স্থির,শান্ত। ভাটার সময় সকলেই সাগরের পানিতে গোসল করে কেউ বা সাগরের পানিতে সাঁতার কাটে। কিন্তু যখন জোয়ার শুরু হয়,তখন এর পুরো উল্টো চিত্র থাকে। সাগরের প্রাণ পানি প্রায় উপকূলের বসত বাড়ির কাছাকাছি চলে এসে সব লন্ডভন্ড করে দেয়। সেই সময় সাগরের পানি থাকে অশান্ত।

জোয়ারের সময় কেউ সাগরে নামতে চায়না।জোয়ারের পানি অনেকটা বিপথগামী হয়ে থাকে। জোয়ারের সময় সাগর থাকে উত্তাল। ভাটার সময় সাগর শান্ত থাকলেও, জোয়ারের সময় দেখা যায় তার পুরো ব্যতিক্রম চিত্র। জোয়ারের সময় সমুদ্র হয়ে যায় অনেকটা হিংস্র উপকূলীয় এলাকায় সমুদ্রের ঢেউ যেন আছে পরে ঝড়ের গতিতে। মুহূর্তের মধ্যে সব এলোমেলো করে দেয় জোয়ারের পানি। ভাটার সময় সবকিছু সুন্দর স্থির থাকলে জোয়ারের সময় উপকূলীয় অঞ্চলের সকলকে পড়তে হয় চরম বিপাকে।

অনেক ঘরছাড়া হতে হয় এই জোয়ারের পানির জন্য। সাগরের জোয়ারের পানি অনেকে বসতভিটে জমিজমা নষ্ট করে দেয়,এমনকি নষ্ট করে দেয় তাদের থাকার বাসস্থান টিকেও। সাগরে যখন জোয়ার উঠে তখন জোয়ারের পানি একেকটি ঢেউ প্রায় কয়েক ফুট হয়ে থাকে। যা দেখতে প্রায় জলোচ্ছ্বাসের মতো হয়ে থাকে। কখন যে সমুদ্রে জোয়ারের পানি জলোচ্ছ্বাসে রূপান্তরিত হয়ে উঠবে তাকে কেউ আন্দাজ করতে পারে না। যতক্ষণ তারা জোয়ারের কথা আন্দাজ করে ততক্ষণে তারা ক্ষয় ক্ষতির সম্মুখীন হয়ে যায়।

সমুদ্র উপকূলীয় স্থানে তাদের বাসস্থান তারাই বুঝে জোয়ার ভাটার খেলা ভাটার সময় তাদের মনে থাকে সমুদ্রের জোয়ার ওঠার সময় তাদের রাতের ঘুম হারাম হয়ে যায় সমুদ্রের জলোচ্ছ্বাস তখন তাদের সবকিছু তছনছ হয়ে যায় ফসলি জমি থেকে শুরু করে তাদের থাকার বাড়ি টুকু সমুদ্রের জলে ভেসে যায় তাদের কিছু করার থাকেনা তারা শুধু সমুদ্রের এই ভয়ঙ্কর প্রলয় দেখা যায়।

ভাটা থাকার সময় উপকূলীয় অঞ্চল থেকে অনেকটা দূরে থাকে সমুদ্র কিন্তু যখন সমুদ্রের মধ্যে জোয়ার উঠে তখন উপকূলীয় অঞ্চলে সমুদ্রের বিশাল বিশাল ঢেউ আঘাত হানে। সব তলিয়ে যায় সমুদ্রের গভীর অতলে। অনেকে হারিয়ে ফেলে তাদের শেষ সম্বল টুকু এই সমুদ্রের জোয়ারের পানিতে। সমুদ্রের জোয়ারের পানি সব পরিষ্কার করে নিয়ে চলে যায় সমুদ্রের গভীর তলদেশে।

বিস্তারিত দেখুন ভিডিওতেঃ

Check Also

বৃষ্টির সময় ছাদে টিপ টিপ বর্সা পানি গানের সাথে অস্থির নাচ তরুণীর, এ যেন এক দারুন কম্বিনেশন, তুুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: প্রতিভা কে না দেখাতে চায়। আমাদের দেশের গ্রামে গঞ্জে নাচ গান আবৃত্তি সহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *