Breaking News

আবারো জনপ্রিয় হিন্দি গানে ফুল রোমান্টিক মুডে অরুনিতা ও পবনদীপ, ইন্টারনেটে তুমুল ভাইরাল ভিডিও!

স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেয়েছে কার্গির যুদ্ধে শহীদ বিক্রম বাত্রার (Bikram Batra) কাহিনী অবলম্বনে তৈরি ‘শেরশাহ’ ছবিটি। যেখানে শহীদ বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করেছেন ‘সিদ্ধার্থ মালহোত্রা’ (Sidharth Malhotra) ও তাঁর হবু স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ‘কিয়ারা আদভানি’ (Kiara Advani)।

যদিও এই ছবি মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্মে। আর এই ছবি মুক্তি পাওয়ার পর দারুণ ভাবে সফল হয়েছে, বিশেষ করে এই ছবির প্রত্যেকটি গান এখন সবার মুখে মুখে ঘুরছে। ইন্ডিয়ান আইডলের হাত ধরে অরুনিতা কাঞ্জিলাল জনপ্রিয়তার শীর্ষে উঠেছে। ইন্ডিয়ান আইডলের চ্যাম্পিয়ন পবনদ্বীপ রাজনের সাথে রয়েছে তার বিশেষ বন্ধুত্ব।

যদিও সেই বন্ধুত্ব যে বিশেষ বন্ধুত্ব তা এখনও দুজনেই স্বীকার করেনি। তবে তাদের হাবভাব আচার-আচরণ দেখে দর্শক মহল অন্তত এমনটাই মনে করছে। দুই প্রতিযোগী জানিয়েছেন এটা তাদের ক্যারিয়ারের শেষ সময় তাই তারা এখন সেইদিকেই ফোকাস করতে চান। শেষে দুজনেই নাচলেন। এখানেও স্পষ্ট তাদের রসায়ন।

পবনদীপ-অরুণিতা যতই একে অপরকে শুধুমাত্র বন্ধু বলে পরিচয় দিক না কেন, তাঁরা কিন্তু আড়ালে আবডালে যে লুকিয়ে প্রেম করছেন সেটা আলাদা করে বলার দরকার নেই! কিছুদিন আগেই Octopus নামক এক মিউজিক ব্র্যান্ডের গান গেয়েছেন তাঁরা, এবারেও তাঁরা নাচলেন octopus এর ঘরেই।

দর্শকদের মনের জল্পনাকে একটু উস্কে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো অরুনিতা কাঞ্জিলাল এবং পবনদ্বীপ রাজনের একটি ডুয়েট ভিডিও। যে ভিডিওটিতে চোখ রাখলে দেখা যাচ্ছে কখনো হাত ধরে কখন আবার চোখে চোখ রেখে রোমান্টিক গানে নেচে চলেছে।

নেপথ্যে বাজছে চলেছে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক এর একটি অসাধারণ গান পালক মুছাল (Palak Muchhal) এর গাওয়া গান ‘কন তুঝে’ (Kaun Tujhe)। এইদিন অরুনিতার পরনে ছিল একটি কাল- সাদা ছাপা প্রিন্টেড চুরিদার, গলায় রানী রঙের ওড়না জড়ানো এবং পবনদ্বীপের পরনে ছিল কালো রঙের জ্যাকেট

Check Also

বৃষ্টির সময় ছাদে টিপ টিপ বর্সা পানি গানের সাথে অস্থির নাচ তরুণীর, এ যেন এক দারুন কম্বিনেশন, তুুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: প্রতিভা কে না দেখাতে চায়। আমাদের দেশের গ্রামে গঞ্জে নাচ গান আবৃত্তি সহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *