নিজস্ব প্রতিবেদন: পুরনো কয়েন ভাগ্য ফেরাতে পারে। একবারে হাতে আসতে পারে কোটি টাকা। দেখে নেওয়া যাক কোন কয়েনে এই বিশেষ সুবিধা রয়েছে। আর কী ভাবে সেই কয়েন বিক্রি (Old Coin Sale) করা সম্ভব, তাও দেখে নেওয়া যাক।
সকলেই চায় হাতে একবারে অনেকটা টাকা আসুক। বিশেষ করে করো,না-লকডাউন পরবর্তী পরিস্থিতিতে অনেকের হাতই এখন ফাঁকা। এমন পরিস্থিতিতে ভাগ্য ফেরাতে পারে মাত্র একটি 1 টাকার কয়েন। অনেকেই শখে পুরনো কয়েন জমান। সেই 1 টাকার কয়েন বা 5 টাকা অথবা 10 টাকার কয়েন থাকলে কোনও ব্যক্তি কোটিপতি পর্যন্ত হতে পারেন। তবে ব্যাপারটি মোটেই সহজ নয়। এগুলি অত্যন্ত বিরল কয়েন।
উদাহরণ হিসেবে 1885 সালের ব্রিটিশ সময়কালের একটি 1 টাকার কয়েনকে ধরা যেতে পারে। এছাড়া রাণি ভিক্টোরিয়ার ছবি বা ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের ছবি কোনও 1 টাকার কয়েনে থাকলে সেটি বিরল বলে গণ্য করা হয়। এই কয়েন অনলাইনে বিক্রি করে মোটা টাকা কামানো যেতে পারে।
ইন্ডিয়ামার্টের মতো ই-কমার্স ওয়েবসাইটগুলিতে এই কয়েনের ছবি আপলোড করার পরে ক্রেতারা বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে নেন। এক্ষেত্রে প্রথমে নিজেকে রেজিস্টার করতে হবে ও পরে কয়েনের ছবি আপলোড করতে হবে।
এক্ষেত্রে এমন কোনও গ্যারান্টি নেই, যে সব কয়েনের দরই আকাশ ছোঁবে। এটি পুরোপুরি ক্রেতা ও বিক্রেতার নিজস্ব ব্যাপার। একই সঙ্গে এব্যাপারে উভয়কেই সতর্ক থাকতে হবে যাতে কোনও প্রতারণার ঘটনা না ঘটে।
কী ভাবে এই কয়েন থেকে আয় করবেন? ইন্ডিয়ামার্টের মতো ই-কমার্স ওয়েবসাইটগুলিতে এই কয়েন বিক্রি করতে হলে, বিক্রেতাকে প্রথমে একজন অনলাইন বিক্রেতা হিসেবে রেজিস্টার করাতে হবে। এরপর কয়েনের উভয় দিকের ছবি তুলে আপলোড করতে হবে। ছবি অবশ্যই ভালোভাবে বোঝা যাওয়া চাই। এরপর ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে।
OTP-এর মাধ্যমে ভেরিফাই করা হবে মোবাইল নম্বর। এরপর প্যান নম্বর দিতে হবে। এরপর কয়েনের দাম দিয়ে ছবি আপলোড করলেই কাজ শেষ। কয়েন এবং তার দাম পছন্দ হলে ক্রেতারা সরাসরি যোগাযোগ করে নেয় বিক্রেতার সঙ্গে।