Breaking News

অক্ষয়কে কষে চড় মেরেছিলেন ক্যাটরিনা কাইফ!

‘নমস্তে লন্ডন’, ‘দে দনা দন’, ‘হামকো দিওয়ানা কর গ্যায়ে’, ‘ওয়েলকাম’, ‘তিস মার খান’- দীর্ঘ এই তালিকায় যুক্ত হল ‘সূর্যবংশী’। বাকি সবকটি ছবিতেই অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফের রসায়ন মাতিয়ে দিয়েছে দর্শকদের।
এবার নতুন ছবির অপেক্ষায় দিন গোনা শুরু। রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’ ছবির প্রচারে সম্প্রতি ‘কপিল শর্মা’-র কমেডি শো-তে এসেছিলেন অক্ষয়-ক্যাটরিনা। সেখানেই প্রকাশ্যে এল সপাটে এক চড়ের কাহিনি।

অক্ষয় কুমারের কথায় জানা গিয়েছে, ছবিতে একটি চড় মারার দৃশ্য ছিল। তাতে রিটেকের সুযোগ ছিল না। ক্যাটরিনাকে এক বারই শট দিতে হবে। এক বারেই চড় মারতে হবে অক্ষয়কে।

এই শটের ব্যপারে অক্ষয় কুমার বলেন- দেখে যেন মনে হয়, চড়টা আসল। ক্যাটরিনা তাই সত্যিই চড় মেরে দিয়েছিল আমায়।

এ তো গেল, রাগ অভিমানের দৃশ্য। প্রেমের দৃশ্যেও কি একইভাবে মাত করেছেন তারা? কপিল শর্মার প্রশ্নে ক্যাটরিনার জবাব, এত এত ছবিতে একসঙ্গে অভিনয় করেছি আমরা! দু’জনের রসায়ন জমিয়ে দিতে খুব বেশি খাটতে হয়নি।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, ক্যাটরিনা এবং ভিকি কৌশল বিয়ে করছেন আগামী ডিসেম্বরে। তবে দুই তারকার তরফে এ নিয়ে কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। বরং ক্যাটরিনা আগেই সে খবরকে ‘ভুয়া’ বলে জানিয়েছেন। ডিসেম্বর আসতে এখনো প্রায় এক মাস। আপাতত তাই অক্ষয়-ক্যাটরিনার রসায়নেই চোখ অনুরাগীদের।

Check Also

আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

আজকাল আজব কত কিছুই ঘটছে এই দুনিয়ায়। সেরকমই একটা ঘটনা যা ভারতের মত জায়গায় শুনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *