বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারত উঠবে কী উঠবে না তা নির্ভর করছে আফগানিস্তানের ওপর। ভারতের সব প্রার্থনা এখন আফগানদের জন্যই।
অথচ এই আফগানকে কদিন আগে ‘দুধের শিশু’ উল্লেখ করে শিরোনাম করেছিল ভারতের একটি দৈনিকের অনলাইন পোর্টাল। তারা লিখেছিল, ‘শেষ চারে যেতে গেলে কোহলিদের তাকিয়ে থাকতে হবে তিন দুধের শিশুর দিকে।’ এই তিন দুধের শিশুর বাকি দুটি ছিল নামিবিয়া আর স্কটল্যান্ড।
কোহলিরা আফগানিস্তান আর স্কটিশদের উড়িয়ে দিলেও বাকি রয়েছে নামিবিয়া। তবে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। কিউইরা ভারত, স্কটল্যান্ড আর নামিবিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে।
এদিকে ভারত প্রথম দুই ম্যাচে হেরে সেমি-ফাইনালের আগেই ছিটকে যাবার উপক্রম হয়ে দাঁড়িয়েছিল। তবে আফগানদের হারিয়ে ঘুরে দাঁড়ায়।
এখন রান রেটের দিক থেকে নিউজিল্যান্ড ১.২৭৭ নিয়ে দুই নিউজিল্যান্ড আর তিনে থাকা ভারতের রান রেট ১.৬১৯। শনিবার আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
এই ম্যাচে যদি আফগানরা নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তবে ভারতের সেমিতে যেতে আর কোনও বাধাই থাকবে না। তাতে বাদ পড়বে নিউজিল্যান্ড। আর আফগানদের যদি কিউইরা হারিয়ে দেয় তাহলে ভারতের বিদায় নেওয়া ছাড়া আর কোনও পথ থাকবে না।
অবশ্য ভারতীয় ক্রিকেটাররা প্রস্তুতি নিয়েই রেখেছে বাড়ি ফেরার। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বাস্তবতা মেনেই যেমনটা বলেছেন, দেশে ফেরার প্রস্তুতি রাখা আছে তাদের।