নিজস্ব প্রতিবেদন: সোনা জয়ী নীরজ চোপড়ার জায়গায় পরিচালক নীরজ পাণ্ডেকে পদক জয়ের শুভেচ্ছা দিলেন টেলি অভিনেত্রী তৃণা সাহা! বিশ্ব ক্রীড়ার সর্বোচ্চ মঞ্চে নীরজ চোপড়ার ঐতিহাসিক স্বর্ণ পদক জয়ে উচ্ছ্বাসে ভাসছে সকল দেশবাসী। গতকাল শনিবার টোকিওতে ভারতীয় অ্যাথলেটিক্সের নতুন ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া।
সামাজিক মাধ্যম জুড়ে এখন একটাই নাম, নীরজ চোপড়া। হরিয়ানার পানিপথের ২৩ বছরের এই যুবক এখন গোটা দেশের গর্ব। শুধু তাই নয় যুবতীরাও ক্রাশ খাচ্ছেন তাঁর উপর। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে নীরজের ফলোয়ার সংখ্যা রাতারাতি ২ মিলিয়ন (২০ লক্ষ) বেড়ে গিয়েছে! আর এই নীরজ চোপড়াকেই সোনার মেডেল জয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে বড়সয ভুল করে ফেললেন টিভি’র গুনগুন ওরফে তৃণা সাহা!
সম্প্রতি অভিনেত্রী টুইটারে একটি শুভেচ্ছা বার্তা পোস্ট করেন। গত শনিবারের জাপানের টোকিও অলিম্পিকে ট্র্যাক এন্ড ফিল্ড এ ভারতকে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছেন জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপরা। সেই আনন্দে ভেসেছে গোটা দেশবাসী। সেখানে অভিনেত্রী তৃণাও ব্যতিক্রম নন।
তবে টুইটারে নীরাজ চোপরার উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা জানাতে গিয়ে শুভেচ্ছাবার্তা জানিয়ে বসলেন নীরাজ পান্ডেকে! হ্যাঁ, এমনটাই দেখা গেছে অভিনেত্রীর টুইটার হ্যান্ডেলে। তিনি টুইট করে লিখেছেন,”নীরাজ পান্ডে তোমার জন্য আমরা গর্বিত।” তবে কে এই নীরাজ পান্ডে! অভিনেত্রী হয়তো নিজেও জানেন না।
ঘটনা হল, নীরজ চোপড়াকে পদক জয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে পরিচালক-প্রযোজক নীরজ পাণ্ডেকে শুভেচ্ছা জানিয়ে বসলেন তৃণা। আর এর ফলেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছেন গুনগুন! কিন্তু কীভাবে এই কাণ্ড ঘটালেন তৃণা তা কেউই ভেবে পাচ্ছেন না! গতকাল শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তৃণা লেখেন, “নীরজ পাণ্ডে.. তোমার জন্য গর্বিত।
আর এই শুভেচ্ছা বার্তাতেই এমন ভুল! নেটিজেনরাও তৎক্ষণাৎ তৃণার ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। নায়িকাও অবশ্য তড়িঘড়ি সেই ভুল শুধরে নেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তৃণার পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে ট্রোল শুরু হয়। তবে বিষয়টি নজরে আসার পর তড়িঘড়ি নিজের ভুল শুধরে নেয় অভিনেত্রী। তবে ততক্ষনে যা হওয়ার হয়ে গেছে। নেটিজেনরা স্ক্রিনশট মেরে ব্যাকআপ রেখে দিয়েছিলেন। সেই স্ক্রীনশট রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং সামাজিক মাধ্যমে নতুন করে হাসির খোরাকে পরিণত হয় অভিনেত্রী তৃণা সাহা।
সেই পোষ্টুটিঃ