বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে ইতিমধ্যেই সমানে সমানে টক্কর চালাচ্ছেন কিয়ারা আদবানি। অভিনয় দক্ষতা, স্টাইল স্টেটমেন্ট দিয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন কিয়ারা আদবানি। ‘শেরশাহ’ মুক্তির পর থেকে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন কিয়ারা। সম্প্রতি আরবাজ খানের টক শো পিঞ্চ সিজন ২ -তে হাজির হয়েছিলেন কিয়ারা, প্লাস্টিক সার্জারি থেকে নগ্ন ফোটোশ্যুট এবার প্রকাশ্যে মুখ খুললেন কিয়ারা।
সেলিব্রিটিরা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নানান রকম কটাক্ষের শিকার হন। কেউ সেই সমস্ত সমালোচনা কটাক্ষ কে সুকৌশলে এড়িয়ে চলেন কেউ আবার মুখের ওপর যোগ্য জবাব দিয়ে দেন। ঠিক সেইভাবেই ট্রোলারদের কটাক্ষের উচিত জবাব দিলেন কিয়ারা আদবানি(Kiara Advani)। শেরশাহ(Shershaah) ছবির নায়িকা কিয়ারা যে চুপ করে সমালোচনা হজম করার পাত্রী নন।
মুখে উপর সপাটে জবাব ছুড়ে দিলেন কিয়ারা আদবানি (Kiara Advani) । ট্রোলারদের কোনও ভাবেই পাত্তা দেন না তিনি, শুধু তাই নয়, ট্রোলিংয়ের যোগ্য জবাবও যে দিতে পারেন তা আরও একবার পরিষ্কার করে দিলেন ‘শেরশাহ’ (Shershaah) নায়িকা কিয়ারা । আরবাজ খানের (Arbaaz Khan) টক শো ‘পিঞ্চ সিজন ২’ (Pinch Season 2)-তে সম্প্রতি হাজির হয়েছিলেন নায়িকা ।
সেখানেই একের পর এক বিস্ফোরণ ঘটান তিনি । তারকাদের জীবন নিয়ে মানুষের উৎসাহ কম নয় । তাঁদের সম্বন্ধে জানতে গিয়ে বেশিরভাগ সময়ই নেটিজেনরা ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েন, নাক গলান, মন্তব্য করেন, ট্রোল করেন । যা একজন মানুষের পক্ষে সহ্য করা দূর্বিসহ হয়ে যায় । কিন্তু সেলিব্রিটিরা অভ্যস্ত হয়ে যান প্রতিনিয়ত এই সমস্যাকে সামলাতে সামলাতে ।
ট্রোলিং নিয়ে কিয়ারা আর মাথা ঘামান না, কারণ তার গায়ের চামড়া মোটা হয়ে গেছে। কিন্তু তিনি তার পরিবারকে এই সমস্ত কিছুর মধ্যে জড়াতে চান না। কিয়ারা এখন চান না যে, তার পরিবারকে নিয়ে কেউ ট্রোলিং করুন। তার অনেক তুতো ভাই বোনেরা আছে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, কিন্তু তিনি ভাই-বোনেদের জন্মদিনের ছবি ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না, কারণ তিনি চান না তাদের মধ্যে কেউ ট্রোলড হোক।
মনকি তাঁদের নিয়ে নানান রকমের ট্রোল করে। কিন্তু যা সহ্য করা দুর্বিসহ। কিন্তু সেলিব্রেটিরা তা সামলাতে সামলাতে অভ্যস্ত হয়ে যান। এমনকি কিয়ারা (Kiara) স্পষ্ট বলেন যে, সবাইকে খুশি করা তাঁর পক্ষে সম্মান নয়। এমনকি এও বলেন তিনি চান না তাঁর পরিবারকে এই ট্রোলিং-এ জড়ানো হোক।
তাঁর এসব শুনতে শুনতে গায়ের চামড়া মোটা হয়ে গেছে। নায়িকা চান না তাঁর জন্য তাঁর পরিবারের কেউ অস্বস্তিতে পড়ুক। আর তাই তুতো ভাই বোনদের জন্মদিনেও সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি পোস্ট করেননা কিয়ারা। সম্প্রতি এভাবেই ট্রোলিং হওয়া নিয়ে মুখ খুললেন কিয়ারা।