Breaking News

‘অভিনেতা রণবীর কাপুর তার বাবা, অভিষেক বচ্চন নয়’ ! এমন বিস্ফোরক মন্তব্য জানালেন ঐশ্বর্য রাই বচ্চনের মেয়ে আরাধ্যা

নিজস্ব প্রতিবেদন: ড্যাশিং রণবীর কাপুর তার আসন্ন ছবি ‘এ দিল হ্যায় মুশকিল’ মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। ছবির প্রধান অভিনেত্রী wশ্বরিয়া রাই বচ্চন যখন ছবির প্রচারে অনুপস্থিত ছিলেন, তখন রণবীরের সাথে তার সাম্প্রতিক ফটোশুটটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আমরা রণবীর-wশ্বরিয়ার ফিল্মফেয়ার শুটিং থেকে এই আকর্ষণীয় গল্পটি পেয়েছি। Hisশ্বরিয়া-অভিষেক বচ্চনের ছোট্ট রাজকন্যা আরাধ্য বচ্চন রণবীরকে তার বাবা বলে ভুল করেছিলেন কারণ তিনি অভিষেকের মতো একটি জ্যাকেট এবং ক্যাপ পরেছিলেন।

একই কথা শেয়ার করে Aশ্বরিয়া বলেন, “একদিন সে শুধু তার বাহুতে দৌড়ে গিয়েছিল। কারণ সে এই জ্যাকেট এবং ক্যাপ পরেছিল এবির মতো এবং তার খড় ছিল। এটা ভেবে যে সে এবি সে তাকে জড়িয়ে ধরেছিল এবং সে ছিল আওয়াজের মত।” Ishশ্বরিয়া আরও প্রকাশ করেছিলেন যে, রণবীর চাচার সঙ্গে আরাধ্যের দারুণ বন্ধন রয়েছে এবং তাকে আরকে নামেও ডাকে। যাইহোক, তিনি বুঝতে পারেন যে তিনি রণবীরকে তার বাবা বলে ভুল করেছিলেন, যার জন্য তিনি হাসেন।

বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন রণবির কাপুর। প্রথম ছবিতেই সেই অভিনেতা তোয়ালে ডান্স করে দর্শকের মন জিতে নিয়েছিল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে শোনা গিয়েছে, ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা বলেছে, অভিষেক নয়, রণবীর কাপুরই নাকি নিজের বাবা। কথাটা কি সত্যি?

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি রণবীরকে বলেন তিনিও নাকি ছোটবেলায় রণবীরের বাবার ওপর ক্রাশ খেতেন আর এখন তাঁরই মেয়ে রণবীরের ওপর খায়। জীবনের সমস্ত অভিজ্ঞতাই আবার আরাধ্যার মাধ্যমে কাছে ফিরে আসছে তাঁর কাছে। আচ্ছা, এটা ছিল আরাধ্যের একটি খুব সুন্দর ভুল। ‘এ দিল হ্যায় মুশকিল’ -এ অনুষ্কা শর্মাও প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং ২ 28 অক্টোবর, ২০১ on তারিখে রূপালী পর্দায় আসবেন।

এছাড়াও অভিনেত্রী জানিয়েছেন, আর দু একবার মনে হয় রণবীরকে আংকেল বলে ডেকেছিল আরাধ্যা, তবে এখন সেই মেয়ে তাঁকে আর.কে বলেই ডাকে। রণবীর এখন তার অন্যতম ক্রাশ। যদিও কখনো রণবীরকে এই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি। আমাদের এই বিশেষ প্রতিবেদন টি কেমন লাগল তা জানাতে অবশ্যই ভুলবেন না। বিস্তারিত জানতে আমাদের পরবর্তী প্রতিবেদন গুলিতে নজর রাখতে থাকুন।

Check Also

আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

আজকাল আজব কত কিছুই ঘটছে এই দুনিয়ায়। সেরকমই একটা ঘটনা যা ভারতের মত জায়গায় শুনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *