Breaking News

৭০ লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন পবনদীপকে তার প্রেমিকা অরুণিতা, স্বীকারও করে নিলেন পবনদীপ!

নিজস্ব প্রতিবেদন: ‘ইন্ডিয়ান আইডল ১২’-র বিজেতা হিসেবে ১৫ অগস্ট সামনে এসেছে পবনদীপ রাজনের নাম। আর তাঁর বিশেষ বন্ধু অরুণিতা কাঞ্জিলাল রয়েছেন দ্বিতীয় পজিশনে। এই দুই প্রতিযোগীকে নিয়ে চর্চা কিছু কম নয়। মুম্বইতে একসঙ্গে থাকবেন, কেদারনাথ ঘুরতে যাবেনের মতো একাধিক তথ্য ঘোরাফেরা করেছিল নেট-দুনিয়ায়।

যদিও এই দুটিই সত্যি বলে মেনে নিয়েছেন পবনদীপ তাঁর দেওয়া এক সাক্ষাৎকারে। এক সাক্ষাৎকারে এই দুটি কথা সত্য বলেও স্বীকার করেন পবনদীপ। যদিও এ নিয়ে অরুণিতা-পবনদীপ কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তবে শোনা যাচ্ছে ‘ইন্ডিয়ান আইডল’ জেতার কারণে বন্ধুদের কাছ থেকে আরও বেশ কিছু দামি উপহার পেয়েছেন পবন ।

সাইলি কাম্বলে দিয়েছেন ৭২ হাজার টাকার সোনার চেন, মহম্মদ দানিশ দিয়েছেন ১৪ লাখ টাকার গিটার, শন্মুখপ্রিয়া দিয়েছেন ১.৩ লাখ টাকার মণীশ মালহোত্রার ডিজাইন করা স্যুট। তবে অরুণিতার গাড়ি উপহার দেওয়ার বিষয়টি সত্য নাকি শুধুই গুঞ্জন তা সময়ই বলে দেবে। শোনা যাচ্ছে ‘প্রেমিক’ পবনদীপের জয়ে খুশি হয়ে তাকে একটি অডি কিউ-৭ উপহার হিসেবে দিয়েছেন বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল।

আর তা শুনেই চমকে উঠেছেন নেট-নাগরিকরা। কারণ, বর্তমানে এই গাড়িটির বাজার মূল্য ৬৯ লাখ টাকার আশেপাশে। এত দামি উপহার কীভাবে দিলেন অরুণিতা, সেটা নিয়েই উঠেছে গুঞ্জন। যদিও এনিয়ে অরুণিতা বা পবনদীপের তরফে কোনও কথা বলা হয়নি, কিন্তু শোনা যাচ্ছে ‘ইন্ডিয়ান আইডল’ জেতার জন্য আরও বেশ কিছু দামি অপহার পেয়েছেন পবন তাঁর বন্ধুদের থেকে।

সাইলি কাম্বলে দিয়েছেন ৭২ হাজার টাকার সোনার চেন, মহম্মদ দানিশ দিয়েছেন ১৪ লাখ টাকার গিটার, শন্মুখপ্রিয়া দিয়েছেন ১.৩ লাখ টাকার মণীশ মলহোত্রার ডিজাইন করা স্যুট। তাহলে বুঝতেই পারছেন দামি উপহারের তালিকা বেশ লম্বা। এবার এটা গুজব না সত্যি, আপনারাই নয় বিবেচনা করে নিন!

Check Also

আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

আজকাল আজব কত কিছুই ঘটছে এই দুনিয়ায়। সেরকমই একটা ঘটনা যা ভারতের মত জায়গায় শুনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *