Breaking News

৪৫০০ বছর আগে কোন প্রযুক্তি দিয়ে এত বড় পিরামিড তৈরি করেছিল, কেনই বা বানিয়ে ছিল, কি এমন রহস্য রয়েছে যা আজকের বিজ্ঞান ব্যাখা বের করতে পারছে না!

নিজস্ব প্রতিবেদন: মিশরের পিরামিড নিয়ে রহস্য আছে এটি এমন কোন লোক নেই যে জানেনা। এটিয়ামের সমস্তটা জুড়েই যেন রহস্য আর রহস্য উদঘাটনের জন্য গবেষকরা বিভিন্ন ধরনের তাদের বিজ্ঞানভিত্তিক অনেক ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছে। অথৈ এর রহস্য উদ্ঘাটন করতে যায় ঠিক ততই এই রহস্যের আরো রহস্য বের হয় এই পিরামিডের রহস্য শেষ হয় না। 4 হাজার 500 বছর আগের এ পিরামিড তৈরি করার পর থেকে শুরু হয়েছিল এর রহস্য আর এই রহস্য নিয়ে মানুষের নানা ধরনের নানা ব্যক্ত বই-পুস্তক থেকে শুরু করে সংবাদমাধ্যমে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে।

আর এই মিশরের পিরামিড একের পর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমিকম্প সহ বিভিন্ন ধরনের বড় বড় ঝড়কে তোয়াক্কা করে মিশরের মাটির উপরে এই পিরামিডগুলো এখনো দাঁড়িয়ে আছে। আর এখানে অবাক করা বিষয় হচ্ছে গিয়ে পিরামিডের কোন কমিশন এর অবস্থান থেকে একটি মাত্র করে এবং কোন ভাবে ভেঙে পড়েনি। মিশরের অনেকগুলো পিরামিড রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পিরামিডের নাম হল দ্যা গ্রেট পিরামিড অফ গিজা।

আর এই পিরামিডের এরিয়া হচ্ছে প্রায় 13 একর জমি সমান। যা অনুমান করে বলা হয় যে এই পিরামিডের যে জমি আছে সে জমিতে প্রায় 93 ফুটবল খেলার মাঠ তৈরি হয়ে যাবে। আর বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছে যে এই বড় পিরামিডের মধ্যে প্রায় 43 লক্ষ বড় বড় পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আর এই পাথরগুলোর ওজন প্রায় 50 টন ছিল। এই সমস্ত পাথরের ওজন কে যখন একসাথে করা যায় তখন সে পিরামিডের ওজন হয়ে দাঁড়ায় প্রায় 60 লক্ষ টন। যেটা প্রায় বারোটা বুর্জ খলিফার সমান ওজন হবে।

তবে এ রহস্যময় পিরামিড নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগে যে কয়েক হাজার বছর আগে মানুষ কোন প্রযুক্তি ছাড়াই কীভাবে এত উঁচু এবং এত বড় পিরামিড তৈরি করেছিল হাতে তৈরি করার প্রধান উদ্দেশ্য কি ছিল? এ পিরামিডগুলোর পাথর কিভাবে স্কলারশিপের কাটা হয়েছিল আরে পিরামিডগুলো পাথরগুলোকে এত উঁচুতে কিভাবে কোন যন্ত্র ছাড়াই বাইক রেঞ্জ হারায় উপরে তোলা হয়েছিল কোন ইঞ্জিনিয়ারিং সিস্টেম ছাড়া কিভাবে এটি তৈরি করা হয়েছিল।

আর তারা এটি একই ভাবে তৈরি করেছিল যে এটিকে ভূমিকম্প পর্যন্ত ভাঙতে পারে না আর আরে টির পুরো কর্নার গুলোকে 51.5 ডিগ্রি সেন্টিগ্রেডের কিভাবে সেট করা হয়েছিল কোন যন্ত্র ছাড়া। তবে এসব প্রশ্নের উত্তরের জন্য আপনাকে চিন্তা করতে হবে না আমরা আপনাদের একটি ভিডিওর সন্ধান দিব যে ভিডিওতে। এই সকল সব তথ্য খুজে পাবে আর অন্যদিকে এই ভিডিওটি যখন এ দুনিয়া ছেড়ে দেওয়া হয় তা বিপুল পরিমাণে ভাইরাল হয়ে যায় মানুষের মনে ব্যাপক সাড়া ফেলে দেয় মানুষের মনে প্রশ্ন জাগে পিরামিডের রহস্য জানার জন্য কিন্তু রহস্য আজও সঠিকভাবে উদঘাটন করতে পারেনি কোন বিজ্ঞানী।

আপনারা যদি পিরামিডের এর রহস্যময় রহস্য জানতে চান তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি দেখে নিতে পারেন আর এই ভিডিওটি আপনাকে অনেক প্রশ্নের উত্তর দেয়া হবে এবং পাথরগুলো কিভাবে ইমপোর্ট করা হয়েছিল পাথর গুলো কিভাবে উপরে তোলা হয়েছিল পাথরে একইভাবে সূক্ষ্মভাবে পাথরগুলোকে কিভাবে কাটা হয়েছিল এগুলো সহ আরো অনেক প্রশ্নের উত্তর। কিন্তু এগুলা বিজ্ঞানীরা গবেষণা করে ধারণা করতে পেয়েছে তবে এর সত্য ঘটনা আজও মানুষের অজানা।

অন্যদিকে পিরামিডের রহস্য জানার জন্য যে গবেষণা দল বহুগামিতা ভিতর বহু সুরঙ্গ পথ খুঁজে পেয়েছিল আরে সুরঙ্গপথে যে পাথর ব্যবহার করা হয়েছিল সেটি ছিল একদম অন্যরকম একটি মূল্যায়ন করা হয়। কিন্তু এ পাথর কোন মেশিন ছাড়া হাতে কাটা যাবে না কোন টুলস ব্যবহার করে কাটা যায় না তবে মেশিনের মাধ্যমে পাথরগুলো কাটা সম্ভব। আশ্চর্যজনক হলেও সত্য যে প্রতিটা পাথরের উত্তর-দক্ষিণমুখী করা হয়েছে এটি যন্ত্র ছাড়া কিভাবে করা হয়েছিল তার উত্তরও আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আর আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনারা নিচের লিংকে ক্লিক করতে পারেন

বিস্তারিত ভিডিওতে দেখুনঃ

Check Also

স্ত্রীকে বেশি ঘুমাতে দিন, তাতে আপনারই মঙ্গল! কেন জেনে নিন

সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না ঘরে ঢুকে পড়েন আপনার স্ত্রী! বেড টি নিয়ে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *