Breaking News

২৬২ টাকা বিনিয়োগ করে ২০ লক্ষ টাকা লাভের সুযোগ, নতুন পলিসি নিয়ে হাজির LIC

এলআইসি (LIC) পলিসির উপরে ভরসা করে বহু মানুষ তাদের ভবিষ্যত সুরক্ষিত করেছে। এখনও অনেকেই এলআইসি হোল্ডার। মানুষ বিভিন্ন উপায়ে টাকা জমাচ্ছেন। কেউ শেয়ার মার্কেটে টাকা খাটাচ্ছে, কেউ পোস্ট অফিসে সঞ্চয় করছে তো কেউ মিউচ্যুয়াল ফান্ডে। তবে আপনি চাইলে এলআইসি র ব্যাপারে ভাবতে পারেন। চলুন জানি বিস্তারিত।

সম্প্রতি এলআইসির তরফ থেকে একটি নতুন পলিসি নিয়ে আসা হয়েছে। এর নাম – LIC Jeevan Labh Policy । এই প্রকল্পে যদি আপনি প্রতিদিন ২৬২ টাকা করে বিনিয়োগ করেন তাহলে আপনি একটা সময়ের পরে ২০ লক্ষ টাকা পর্যন্ত একসাথে পেতে পারেন।

এই পলিসিটি অত্যন্ত জনপ্রিয় এবং একটা মোটা টাকা রোজগার দেওয়ার পাশাপাশি পলিসি হোল্ডারদেরকে জীবন বীমা সুবিধাও দিয়ে থাকে এই প্রকল্পটি। এই প্রকল্পটি তিনটি শর্তের সাথে আপনি বাস্তবায়িত করতে পারেন।

এক্ষেত্রে, আপনি ১৬ বছর, ২১ এবং 25 বছর মেয়াদী মেয়াদের সাথে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। যাইহোক, এলআইসি জীবন লাভ নীতি এমন একটি নীতি। এটি একটি এনডাউমেন্ট পলিসি, যেখানে বীমা কভারের সাথে সঞ্চয়ের বিকল্পও পাওয়া যায়।

Check Also

আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

আজকাল আজব কত কিছুই ঘটছে এই দুনিয়ায়। সেরকমই একটা ঘটনা যা ভারতের মত জায়গায় শুনতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *