দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ওয়ানস্টপ সেন্টারিং কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো। যদিও এটি চুক্তি ভিত্তিক, তবুও চাকরীপ্রার্থীদের কাছে এক চিলতে আশার আলো জাগালো এই বিজ্ঞপ্তি। কারা আবেদন করবেন, কীভাবে করবেন– সমস্ত তথ্য জানাতে চোখ রাখুন এই খবরে।
১) পদ– কেস ওয়ার্কার ২) শূন্যপদের সংখ্যা– ১ ৩) আবেদনকারীর বয়স– ১৮ থেকে ৩৫ হতে হবে (জুলাই, ২০২২ এর নিরীখে) ৪) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা – সরকার স্বীকৃত যে কোনো প্রকার বিশ্ববিদ্যালয় থেকে আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে।
আবেদনকারীর কম্পিউটার জানা আবশ্যক। কম্পিউটারে যে কোনো কোর্সের শংসাপত্র থাকতে হবে। আবেদনকারীকে বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই সাবলীল হতে হবে। শুধুমাত্র লেখা নয়, পড়া এবং বলাতেও পারদর্শী হতে হবে।
আবেধনকারীর কমপক্ষে তিন বছরের সোশাল ওয়ার্কারের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
৫) বেতন– মাসিক ১৫ হাজার টাকা। ৬) আবেদনের নিয়মাবলী – প্রথমত আবেদনকারীরা অফলাইনে আবেদন করতে সক্ষম হবেন। একটি লিঙ্ক নীচে প্রদান করা হলো, সেখান থেকে উল্লিখিত চাকরির ফর্মটি বের করে নিতে হবে।
এরপর সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূর্ন করে ফর্মে চাওয়া সমস্ত নথির জেরক্স সহ একটি খামে ভরে, খামটির মুখ আটকে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। খামটির ওপর “Application for the post of ___” লেখাটা বাধ্যতামূলক। ফর্ম পাঠানোর ঠিকানা – Social Welfare Section, Office of the District Magistrate,Jhargram
৭) আবেদনের তারিখ– ২০২২ এর ২২ শে আগষ্ট অবধি আবেদনকারীরা আবেদন করতে পারবেন। ৮) অত্যাবশ্যক নথি– ভোটার বা আধার কার্ড জন্ম সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র। এক কপি পাস্টপোর্ট সাইজ রঙিন ছবি কাস্টের প্রমাণ পত্র পূর্বে কোনো কাজের অভিজ্ঞতার প্রমাণ পত্র