নিজস্ব প্রতিবেদন: বাংলার সিনেমার জগতে জনপ্রিয় এক অভিনেত্রীর নাম হলো শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জিৎ এর বিপরীগে “চ্যাম্পিয়ন” ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তার টালিগঞ্জের ছবিতে আগমণ। এরপর থেকেই একের পর এক হিট বাংলা ছবি উপহার দিয়েছেন। তিনি রীতিমত জয় করে নিয়েছেন এই বাংলার সব দর্শকের মন। দিনে দিনে তৈরি করেছে বিশাল এক অনুগামী মহল।
এই মুহূর্তে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে শ্রাবন্তী রয়েছেন জনপ্রিয়তার একদম তুঙ্গে। অভিনয় দিয়ে কখনোই সমালোচনা পোহাতে হয়নি তাকে। শুধুমাত্র তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার কেন্দ্রে এসেছেন এই অভিনেত্রী। বলাবাহুল্য বিতর্কের সেই ধারা এখনো ধরে রেখেছেন তিনি।
এর আগে দুই দুইটি বিয়েতে আবদ্ধ ছিলেন তিনি। কিন্তু পরপর দুটি বিয়ে ভেঙ্গে যায়। এরপর কিছুদিন আগে তৃতীয় বিয়েতে তিনি আবদ্ধ হয়েছিলেন। সমালোচকরা তার তৃতীয় বিয়ে নিয়ে সমালোচনা করতে পিছপা হয়নি। তবে সম্প্রতি শোনা যাচ্ছে তার এই তৃতীয় বিয়েও নাকি ভাঙ্গনের মুখে।
একারনে ফের আরো একবার দর্শকদের সমালোচনার মুখে শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ সবাই বলছেন, অভিনয় সুন্দর হলেও তার ব্যক্তিগত জীবন অনেক এলোমেলো। তিনি বলেছেন তার জীবনে রয়েছে অনেক অসম্পূর্ণতা। তবে বারবার তাকে দর্শকফের কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু এসব বিতর্ককে একটুও পরোয়া করেন না শ্রাবন্তী।
সোশ্যাল মিডিয়ার কল্যানে এখন সব নায়ক নায়িকার খুঁটিনাটি তথ্য ও খবর আমরা দেখতে পাচ্ছি। খবরের পাশাপাশি সিনেমা শুটিং এর দৃশ্য, বিহাইন্ড দ্য সিন ও বিভিন্ন মজার ঘটনাও আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি । ঠিক সেরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে নায়িকা শ্রাবন্তীর।
এই ভিডিওতে দেখা যাচ্ছে যে, রীতি মতো সাজ গোজ করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রাবন্তী। তাকে মেকআপ করানোর দায়িত্বে রয়েছে তার ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট। পাশাপাশি ভিডিওতে এক ঝলক শ্রাবন্তীকে একটু নাচ প্র্যাকটিস করে নিতে দেখা গেল।
এই ভিডিওটি সম্ভবত নতুন ছবির শুটিং এর কোনো দৃশ্য ছিল। তবে এটি নির্দিষ্ট করে কোন ছবির শুটিং, সেটি এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। ইতিমধ্যে ভাইরাল এই ভিডিওতে এসেছে ভিউজ। প্রচুর লোক জন এই ভিডিওটি শেয়ার করছেন।
তাছাড়া তৃতীয় বিয়ে ভাঙ্গার গুঞ্জনের মধ্যেই শ্রাবন্তী একটি নতুন জিম খুলেছেন। নিজস্ব এই জিমের নাম দিয়েছেন ফিটনেস এম্পায়ার। এক ভিডিও বার্তায় শ্রাবন্তী নিজেকে এবং পাশাপাশি নিজের পরিবারকে সুস্থ রাখার আবেদন জানিয়েছেন। বাংলার এই অভিনেত্রী পাশাপাশি দ্বিতীয় সন্তান রূপে চিহ্নিত করেছেন এই জিম কে। জনগণের কাছ থেকে চেয়ে নিয়েছেন আশীর্বাদ। তাই মুহুর্তের মধ্যেই অনিরাগীদের মধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিও।